শিবালয়ে প্রতিবন্ধীদের মাঝে প্রশিকার সহায়ক উপকরণ বিতরণ
নিজস্ব প্রতিনিধি
মানিকগঞ্জের শিবালয় উপজেলার বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মাঝে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে শনিবার সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। প্রশিকার টেপড়া অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুর রহমান।
প্রশিকার পরিচালক আবুল কালাম আজাদ সভাপতিত্ব করেন।
প্রশিকার নির্বাহী প্রধান সিরাজুল ইসলাম, পরিচালক মিজানুর রহমান খান, শিবালয় ওসি শাহনুর এ আলম, উলাইল ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান, মহাদেবপুর ইউপি চেয়ারম্যান মোঃ শাজাহান, শিনালয় এনজিও ফোরাম সমন্বয়কারী সুভাষ মজুমদার বিশেষ অতিথি ছিলেন।
প্রশিকার কেন্দ্রীয় ব্যাবস্থাপক আক্তারুজ্জামান, বিভাগীয় ব্যাবস্থাপক শাহিনুর রহমান শাহিন, মোঃ লিয়াকত আলী, শিবালয় ব্যাবস্থাপক লাভলী ইয়াসমিনসহ স্থানীয় গন্যম্যন্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
হুইল চেয়ার পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
একটি মন্তব্য পোস্ট করুন