শিবালয়ে বাবুল-রিনা ফাউন্ডেশন‘সেরা শিল্পী-২০২৩’ প্রতিযোগিতা




শিবালয়ে বাবুল-রিনা ফাউন্ডেশন‘সেরা শিল্পী-২০২৩’ প্রতিযোগিতা 

নিজস্ব প্রতিনিধি: 

সমাজ-সংস্কৃতি উন্নয়ন কেন্দ্র বাবুল রিনা ফাউন্ডেশন ‘সেরা শিল্পী-২০২৩’ প্রতিযোগিতা আজ শিবালয় উপজেলা পরিষদ হল  টেপড়ায় শনিবার সকাল সাড়ে ৯টায় শুরু হবে। মানিকগঞ্জ জেলার ৭টি  উপজেলা থেকে বাছাইকৃত প্রতিযোগিদের নিয়ে আবৃতি, রবীন্দ্র সংগীত, নজরুল/উচ্চাঙ্গ সংগীত ও নৃত্য বিষয়ে ৬টি আইটেমে প্রতিযোগিতা হবে। প্রতি উপজেলা থেকে একজন বয়স ভিত্তিক ৪৫ জন প্রতিযোগী এতে অংশ নেবে। অনুষ্ঠান সকাল সাড়ে ৯টায় শুরু হবে। 



ফাউন্ডেশন চেয়ারম্যান বাবুল আকতার মঞ্জুর জানান, অনুষ্ঠানে শিবালয় ইউএনও মো. জাহিদুর রহমান প্রধান অতিথি থাকবেন। মানিকগঞ্জ জেলা কালচারাল অফিসার সেলিনা সাঈয়েদা সুলতানা আক্তার উদ্বোধন করবেন। জেলা স্যানেটারী ইন্সপেক্টর  মোঃ মোয়াজ্জেম হোসেন, শিবালয় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মৃদুল কুমার আচার্য, ওসি মোঃ শাহনুর এ আলম ও অধ্যক্ষ ড. বাসুদেব কুমার দে শিকদার বিশেষ অতিথি থাকবেন। সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।  


Post a Comment

নবীনতর পূর্বতন