দৌলতপুর উপজেলাকে ভূমিহীনমুক্ত করতে যৌথ সভা অনুষ্ঠিত

দৌলতপুর উপজেলাকে ভূমিহীনমুক্ত করতে যৌথ সভা অনুষ্ঠিত


মোঃ মিজানুর রহমান, দৌলতপুর: 

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলাকে ভূমিহীনমুক্ত উপজেলা  করার লক্ষ্যে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে দৌলতপুর উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানার সভাপতিত্বে এ যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ.এম.নাঈমুর রহমান দুর্জয়। 



দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান,ল মো. নুরুল ইসলাম রাজা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড.এ.কে.এম আজিজুল হক, সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুস, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুর রহমানসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এ সম্য উপস্থিত  ছিলেন। 

প্রধান অতিথি এ.এম.নাঈমুর রহমান দুর্জয় বলেন- ‘মুজিব বর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়নের ভুমিহীন ও গৃহহীন পরিবারের ২ শতক জমিসহ গৃহ নির্মাণ করে দেয়া হচ্ছে।


Post a Comment

নবীনতর পূর্বতন