শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

 শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

মোহাম্মদ ইউনুস আলী 
মানিকগঞ্জ-১ আসনে আ’লীগ দলীয় এমপি এএম নাঈমুর রহমান দুর্জয় বলেছেন, করোনাকালীন নিয়োগকৃত পাঁচ হাজার ডাক্তারের মধ্যে একজনও এ জেলার কোন হাসপাতালে পোস্টিং দেয়া হয়নি। ঢাকা-আরিচা মহাসড়কে দূর্ঘটনা কবলিতদের দ্রুত চিকিৎসার জন্য উপজেলা পর্যায়ে শিবালয়ের উথলীতে স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের্^ ৪ তলা বিশিষ্ট ট্রমা সেন্টার ভবন নির্মান হলেও তা অদ্যাবধি চালু হয়নি। এ হাসপাতালে এম্বুলেন্স, জেনারেটর, আইপিএসসহ বিভিন্ন উপকরণ ঘাটতি থাকায় তা দ্রুত সরবরাহের ব্যবস্থা নেয়া হবে। তিনি ২৮ মার্চ মঙ্গলবার উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।


শিবালয় ইউএনও মোঃ জাহিদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলে বারি, পরিবার  পরিকল্পনা কর্মকর্তা মৃদুল কুমার আচার্য, উপজেলা ভাইস চেয়ারম্যান মিরাজ হোসেন লালন, রুনা আক্তার, স্থানীয় আ’লীগ নেতা এম এ কুদ্দুস বিএ, ইউপি চেয়ারম্যান আব্বাস আলী, জহির উদ্দিন মনিক, সাংবাদিক বাবুল আকতার মঞ্জুর প্রমুখ বক্তব্য রাখেন।
সভা শেষে এমপি নাঈমুর রহমান হাসপাতালে পাশের্^ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্মিত আধুনিক শৌচাগার উদ্বোধন করেন। এ শৌচাগার পরিচ্ছন্ন রাখতে ব্যক্তিগত অর্থে পরিচ্ছন্নকর্মী নিয়োগের ঘোষনা দেন।

      


Post a Comment

নবীনতর পূর্বতন