দৌলতপুরে স্বাধীনতা দিবস পালন
মোঃ মিজানুর রহমান, দৌলতপুর
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে শহীদ বীর সন্তানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে দৌলতপুর উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।
২৬ মার্চ সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্বরে শহীদদের স্মৃতি ফলকে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন দৌলতপুর উপজেলাবাসী।প্রথমে দৌলতপুর উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম রাজা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। দৌলতপুর থানা ইনচার্জ ওসি সফিকুল ইসলাম মোল্যার নেতৃত্ব শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দৌলতপুর থানা। এরপর উপজেলা আওয়ামী লীগ,বীর মুক্তিযোদ্ধা কমান্ড,দৌলতপুর উপজেলা প্রেসক্লাব দৌলতপুর পি এস উচ্চ বিদ্যালয়, মতিলাল ডিগ্রী কলেজ দৌলতপুর সহ বিভিন্ন সরকারি ও রাজনৈতিক সংগঠনের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও শ্রদ্ধা জানায় বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সকাল ৮.৩০টায় উপজেলা পরিষদের মাঠ চত্বরে স্বাধীনতা দিবসের প্যারট অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশ,আনসার-ভিডিপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বয়েজ স্কাউট, গার্লস গাইড অংশহগ্রহণ করেন।
একটি মন্তব্য পোস্ট করুন