মানিকগঞ্জে নিরাপদ খাদ্য নিশ্চিত করণে জনসংলাপ অনুষ্ঠিত

 মানিকগঞ্জে নিরাপদ খাদ্য নিশ্চিত করণে জনসংলাপ অনুষ্ঠিত 


 

মোহাম্মদ ইউনুস আলী

"খাদ্য নিরাপত্তা হয়েছে, এখন নিরাপদ খাদ্য চাই" নিরাপদ খাদ্য হলে স্বাস্থ্য থাকে ভালো এবং ভবিষ্যৎ হয় উজ্জ্বল" এ ধরনের বিভিন্ন স্লোগান নিয়ে বেসরকারি সংগঠন বারসিক’র উদ্যোগে শনিবার  মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির  মিলনায়তনে সকাল থেকে দুপুর পর্যন্ত নিরাপদ খাদ্য, নিরাপদ স্বাস্থ্য ও নিরাপদ আগামীর জন্য জনসংলাপ অনুষ্ঠিত হয়। 


সংলাপ ও মতবিনিময় সভায় জেলা কৃষি উন্নয়ন কমিটির সভাপতি করম আলী মাস্টার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন জেলা অতিরিক্ত প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুর রাজ্জাক, জেলা পরিবেশ অধিদপ্তর উপ-পরিচালক মো.সাইফুল ইসলাম, ভোক্তা অধিকার সংরক্ষণ সহকারী পরিচালক  আসাদুজ্জামান রুমেল, জেলা নিরাপদ খাদ্য অফিসার নূরে আলম সোহাগ, জেলা কৃষক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শংকর প্রসাদ ভৌমিক, কৃষক লীগ সভাপতি মিজানুর রহমান নজরুল, কৃষক জোট সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড শামসুল আলম, সংগঠক এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, অধ্যাপক পরিতোষ আচার্য, জাতীয় মহিলা সংস্থা চেয়ারম্যান লক্ষী চ্যাটার্জী, জেলা ক্যাব সভাপতি সামশুন্নবী তুলীপ, কমরেড মুজিবুর রহমান মাস্টার, মাসুদ বিশ্বাস। বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায় অনুষ্ঠান সঞ্চালন করেন। স্বাগত বক্তব্য রাখেন বারসিক পরিচালক সৈয়দ আলী বিশ্বাস।
বক্তারা বলেন দেশ এখন খাদ্যে স্বয়ং সম্পুর্ন হলেও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা নাই। ব্যক্তিমালিকানার অর্থনীতিতে অধিক মুনাফার লোভে চারিদিকে  শুধু ভেজাল। ভেজাল ছাড়া ভালো কিছু নেই। আসলে ভেজাল মুক্ত নিরাপদ খাদ্য পেতে লোকায়ত পদ্ধতি ও কৃষিতে জৈবশক্তির ব্যবহার বাড়তে হবে।




Post a Comment

নবীনতর পূর্বতন