শিবালয়ে ভূমি জালিয়াতি মামলায় সাবেক মেম্বারসহ ৫ জনের জেল
শিবালয় উপজেলার মহাদেবপুর বাসষ্ট্যান্ড সংলগ্ন জায়গায় ভূয়া দলিলের মাধ্যমে ভূমি আত্মসাতের অপচেষ্টা মামলায় গতকাল সোমবার মানিকগঞ্জ বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত স্থানীয় সাবেক মেম্বার আব্বাস আলীসহ পাঁচ জনকে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছেন। অন্যরা হল আলী আব্বাসের বড় ভাই ভবানীপুর গ্রামের আজগর আলীর পুত্র মো. আছর উদ্দিন (৫৬), মো. আনসার (৫২), কন্যা হোসনে আরা (৪১) ও বেগম (৩৭)।
অভিযোগে জানা গেছে, মহাদেবপুর মৌজার এসএ দাগ নং- ১১৬১, আরএস খতিয়ান নং- ২২৯, আরএস ১৫৯৭ দাগের ৭৬ শতাংশ ভূমির কাত ৫৫ শতাংশ ভূমির মালিক মামলার বাদী খন্দকার আক্তার হামিদ পবন ভোগ দখলে থাকাবস্থায় মূল আসামী আলী আব্বাস ও সহযোগীরা ভূয়া দলিল সৃষ্টি ও জালিয়াতির মাধ্যেমে আত্মসাতের অপচেষ্টা চালায়। এ অভিযোগে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে দন্ডবিধির ৪৬৮/৪৭০/৪৭১/৪৭৪ ধারায় মামলায় দায়ের (সিআর পিটিশন মামলা নম্বর ২৮৪/শি/২০২২) করা হলে পুলিশের সিআইডি তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করলে ঘটনার সত্যতা পাওয়া যায়।
৩ জুলাই মামলার ধার্য্য তারিখে আসামীরা আদালতে উপস্থিত হলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
একটি মন্তব্য পোস্ট করুন