জামালগঞ্জে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি সভা
মো. শাহীন আলম, সুনামগঞ্জ
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনার জন্য প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্যোগ ব্যবস্থা কমিটির আয়োজনে মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে উপজেলা হল রুমে প্রকল্প কর্মকর্তা এরশাদ হোসেনের সঞ্চালনায় জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, পল্লী বিদ্যুতের এজিএম আজহারুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোঃ আলাউদ্দিন, সমবায় অফিসার লিপি রাণী, মেডিকেল অফিসার ডাঃ শরীয়ত উল্ল্যাহ, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ রশীদ আহমেদ, ফেনারবাঁক ইউনিয়নের চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামান্ত সরকার, প্রেসক্লাবের সাবেক সভাপতি ওয়ালী উল্ল্যাহ সরকার, সাংবাদিক আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, প্রশাসনিক কর্মকর্তা মোশাররফ হোসেন, সদর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান হানিফ মিয়া, ভীমখালি ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান ও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম প্রমূখ।
মোশাআ / / ৪/৭/২০২৩.
একটি মন্তব্য পোস্ট করুন