শিবালয়ে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন
নিজস্ব প্রতিবেদক
শিবালয় উপজেলা প্রশাসন ও পরিষদের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শেখ মুজিবর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়।
সকালে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। শিবালয় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শিবালয় উপজেলা শাখা, শিবালয় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগ, জাতিয়তাবাদি সমাজতান্ত্রিক দল-জাসদ, শিবালয় উপজেলা প্রেস ক্লাব, পল্লী বিদ্যুৎ অফিসসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষে পুষ্পস্তবক অর্পন করা হয। শিবালয় উপজেলা চেয়ারম্যান রেজাউর রহমান খান জানুর সভাপতিত্বে শিবালয় পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় অন্যান্য মধ্যে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মো: জাহিদুর রহমান, শিবালয় উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস প্রমুখ বক্তব্য রাখন।
একটি মন্তব্য পোস্ট করুন