শিবালয়ে ‘সম্প্রীতি বাংলাদেশ’র আলোচনা ও স্মরণ সভা

 

 

‘সম্প্রীতি বাংলাদেশ’র আলোচনা ও স্মরণ সভায় প্রধান অতিথি পীযূষ বন্দোপাধ্যায় বক্তব্য রাখেন-
 

শিবালয়ে ‘সম্প্রীতি বাংলাদেশ’র আলোচনা ও স্মরণ সভা
নিজস্ব প্রতিবেদক :
‘সম্প্রীতি বাংলাদেশ’ মানিকগঞ্জ জেলার শাখার উদ্যোগে ১৯ অক্টোবর শনিবার শিবালয় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা, স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘বঙ্গবন্ধুর স্বপ্ন ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সম্প্রীতি বাংলাদেশ’ কেন্দ্রীয় কমিটটির আহ্বায়ক, খ্যাতিমান সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বরেণ্য নাট্যজন পীযূষ বন্দোপাধ্যায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের মানিকগঞ্জ জেলা আহ্বায়ক অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ। 


প্রধান বক্তা সংগঠনের মানিকগঞ্জ জেলা কমিটি প্রধান উপদেষ্ঠা ও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক  বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম পিপি।  স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক ড. মামুন আল মাহতাব স্বপ্নীল।
সম্মানিত অতিথিদের মধ্যে মানিকগঞ্জ সরকারী মহিলা কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, সরকারী দেবেন্দ্র কলেজ সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক বদর উদ্দিন আহাম্মদ, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন সাহা বুলবুল প্রমুখ বক্তব্য রাখেন।   



প্রধান অতিথি বলেন, ’৭১ সালে মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতা লাভের পর দেশী-বিদেশী চক্রান্তকারীরা বঙ্গবন্ধুকে স্বপরিবারে নৃসংশভাবে হত্যা করে। অথচ তার লালিত স্বপ্নে গরিব দুখী মানুষের মুখে হাসি ফুটিয়ে স্বাধীন সার্বভৌম স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার কথা বলা হয়েছে। বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক ক্ষুধা-দারিদ্রমুক্ত দেশ গড়ার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে গেছেন।
অন্যান্য বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের বিরুদ্ধে চক্রান্ত-ষড়যন্ত্রের অপচেষ্টা চলছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এ অপতৎপরতা রুক্ষে দিয়ে স্বাধীনতার পক্ষের শক্তির সরকার প্রতিষ্ঠা করতে না পারলে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়া সম্ভব হবে না।
শিক্ষক, চাকুরীজীব, ব্যবসায়ী, রাজনীতি, কৃষক-মজুরসহ বিভিন্ন শ্রেণি পেশার বহু লোক এ অনুষ্ঠানে অংশ নেন। ১৫ আগস্ট স্মরণে নিরবতা পালন করা হয়। সংগীতানুষ্ঠানে বাবুল রিনা ফাউন্ডেশনের শিল্পী সাদিয়া ইসলাম এমি, পৃথা সাহা, নাহিদ হাসান, মুন্সি আব্দুস সালাম, কেষ্ট ম-ল, বাবুল আকতার মঞ্জুর প্রমুখ অংশ নেন।
 
 
      
 
 


Post a Comment

নবীনতর পূর্বতন