শিবালয়ে যক্ষ্মা রোগের কারণ ও প্রতিকার বিষয়ক ওরিয়েন্টেশন

 

 শিবালয়ে যক্ষ্মা রোগের কারণ ও প্রতিকার বিষয়ক ওরিয়েন্টেশন
 

নিজস্ব প্রতিবেদক
বেসরকারী সংস্থা ব্র্যাকের উদ্যোগে মঙ্গলবার ৫ সেপ্টেম্বর শিবালয় উপজেলা আঞ্চলিক কার্যালয় মিলনায়তনে ‘যক্ষারোগের কারণ ও প্রতিকার’ শীর্ষক ওরিয়েন্টেশন কর্মসূচীর আয়োজন করা হয়।


উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুর রহমান ও উপজেলা স্বাস্থ্য পারিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফজলে বারি রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন।


ব্র্যাক প্রোগ্রাম অফিসার নয়ন কুমার রায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন। 

উলাইল ইউপি চেয়ারম্যান মো. আনিসুর রহমান সভাপতিত্বে সংস্থার এরিয়া ম্যানেজার মো. শহিদুল ইসলাম, প্রোগ্রাম অর্গানাইজার জুলেখা খাতুন, ফিল্ড অর্গানাইজার বসির আহমেদ, সাংবাদিক বাবুল আকতার মঞ্জুর, মোহাম্মদ ইউনুস আলী, আব্দুল মান্নান মেম্বার প্রমুখ বক্তব্য রাখেন। এ কর্মসূচীতে শিক্ষক, ইমাম, সমাজকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার ৪০জন প্রতিনিধি অংশ নেন। 


জানা গেছে, যক্ষ্মা ছোঁয়াছে রোগ নয়। রোগীর হাঁচি-কাঁশিতে ছড়ানো বায়ুবাহিত এ রোগে অন্যরা আক্রান্ত হয়। দু’সপ্তাহের বেশি কাঁশি, জ¦র, ক্ষুধামন্দা ইত্যাদি প্রাথমিক লক্ষণ থাকলে তাকে অবশ্যই চিকিৎসকের শারনাপন্ন হতে হবে। রোগ চিহ্নিত হলে ডট্স পদ্ধতিতে ৬ মাসের নিয়মিত চিকিৎসায় এ রোগ ভালো হয়।

     

Post a Comment

নবীনতর পূর্বতন