শিবালয়ে ৫২তম জাতীয় সমবায় দিবস পালন
নিজস্ব সংবাদদাতা
‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে ৫২তম জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে শিবালয় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে গতকাল শনিবার বিস্তারিত কর্মসূচী পালন করা হয়। প্রধান অতিথি ছিলেন এএম নাঈমুর রহমান এমপি। শিবালয় ইউএনও মোঃ জাহিদুর রহমানের সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল খায়ের, পরিসংখ্যান অফিসার মো: রফিকুল ইসলাম, দৈনিক নিউজ সম্পাদক বাবুল আকতার মঞ্জুর, আ’লীগ নেতা সুদীপ ঘোষ বাসু, সমবায়ী মোহাম্মদ ইউনুস আলী, মোঃ মোশারফ হোসেন, মোঃ সোহেল রানা প্রমুখ বক্তব্য রাখেন। শিবালয় সমবায় অফিসার সরস্বতী রানী দাস স্বাগত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা চত্ত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমবায়ীরা বলেন, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সমবায়ের বিকল্প নেই। সমবায়ী সংগঠনগুলো নিজেদের উন্নয়ন করলেই দেশে উন্নয়ন নিশ্চিত হবে। উপজেলা সমবায় বিভাগ ও বিভিন্ন সংগঠনের সমবায়ীদের সবায়ের কার্যক্রম গতিশীল করে এ দেশকে এগিয়ে নিতে হবে।
একটি মন্তব্য পোস্ট করুন