শিবালয়ে জাতীয় সংবিধান দিবস পালন
রিক্তা আক্তার
জাতীয় সংবিধান দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে গতকাল শনিবার শিবালয় উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ আসদনে সংসদ সদস্য এএম নাঈমুর রহমান এমপি। সভাপতিত্ব করেন শিবালয় ইউএনও মোঃ জাহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজাউর রহমান খান, ভাইস চেয়ারম্যান একেএম মিরাজ হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান রুনা আক্তার, আ’লীগ উপজেলা সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস বিএ, সাংবাদিক বাবুল আকতার মঞ্জুর, আ’লীগ নেতা সুদীপ ঘোষ বাসু প্রমুখ বক্তব্য।
বক্তারা বলেন, ’৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বিজয় লাভের পর অল্প সময়ের মধ্যে ’৭২ সালের ৪ নভেম্বর দেশের অত্যান্ত গুরুত্বপূর্ণ সংবিধান রচনার কাজ ছিল আরেকটি ঐতিহাসিক ঘটনা। দেশ ও সংবিধান সমুন্নত রাখতে সকল শ্রেণি পেশার মানুষকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। সংবিধান অনুসারে সকল কার্যক্রম পরিচালনা করার আহ্বায়ন জানানো হয়।
একটি মন্তব্য পোস্ট করুন