শিবালয়ে নয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বেতন আবার কর্তন
শিবালয় উপজেলার নায়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের সেই আলোচিত প্রধান শিক্ষক ইসমাইল হোসেনের অনিয়ম-দূর্নীতির দায়ে এক মাসের বেতন কর্তন করা হয়েছে। জানা গেছে, বিদ্যালয় হিতৈষী স্থানীয় ব্যবসায়ী রুস্তম আলী খান উক্ত প্রধান শিক্ষকের নানা অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে শিক্ষা বিভাগে অভিযোগ দয়ের করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট বিভাগে ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিবেদন প্রেরণ করেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে ১ জানুয়ারি ২০২৪ তারিখে উপ-পরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত পত্রে উক্ত প্রধান শিক্ষকের ডিসেম্বর মাসের বেতন কর্তন করা হয়।
উল্লেখ্য, বিদ্যালয় পরিচালনা কমিটিতে স্বেচ্ছাচারীভাবে দাতা সদস্য অন্তর্ভুক্তি, আয়-ব্যয়ে অস্বচ্ছতা, পেশাগত দায়িত্ব পালনে বাঁধা দানসহ নানা অভিযোগ প্রমাণ হওয়ায় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। অনিয়ম দূর্নীতির কারণে গত বছর মে মাসের বেতন কর্তন হয়। এ নিয়ে ইত্তেফাকে রিপোর্ট প্রকাশ হয়।
একটি মন্তব্য পোস্ট করুন