শিবালয়ে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার
ইছাইল গ্রামে অজ্ঞাত পরিচয় নারীর লাশ- দৈনিক খবর
নিজস্ব প্রতিবেদক:
মানিকগঞ্জের শিবালয় উপজেলার ইছাইল গ্রামের মনছুর আলীর আম বাগান থেকে অজ্ঞাত (৩৬) পরিচয়ে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে স্থানীয় বাসিন্দা আলম শেখ লাশ দেখে লোকজনকে জানায়।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে। পুলিশ জানায়, বাগানের ঝোঁপ-ঝাঁড়ের মধ্যে থাকা অজ্ঞাত পরিচয় এ নারীর মূখে কাপড় গোজা ছিল। তার পড়নে সেলোয়ার কামিছ, কাপড়ের জুতা ও কালো বোরখা ছিল। তাকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। শিবালয় থানা ওসি আব্দুর রউফ সরকার জানান, হতভাগ্য এ নারীর পরিচয় ও খুনের সাথে জড়িতদের সন্ধ্যানে দেশব্যাপী সকাল থানা পুলিশে জরুরী বার্তাপ্রেরণ করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন