শিবালয়ে আরিচা ঘাট ও জাফরগঞ্জে আগুণে পুরে কোটি টাকার ক্ষতি

 

 শিবালয়ে আরিচা ঘাট ও জাফরগঞ্জে আগুণে পুরে কোটি টাকার ক্ষতি 

 

আরিচা ঘাটের কাঠ মার্কেটে আগুনে ভস্মীভূত দোকান-পাট  - খবর ফটো


স্টাফ রিপোর্টার :
শিবালয় উপজেলার গুরুত্বপূর্ণ আরিচা ঘাটের মধ্যেস্থলে অবস্থিত প্রশিদ্ধ কাঠ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে কয়েক কোটি টাকার সম্পদ ভর্স্মীভূত হয়েছে। সোমবার ভোরে এ অগ্নিকান্ডে ১৫টি দোকান, একটি বাড়ি, স’মিলসহ অন্তত ২৫টি স্থাপনা ছাঁই হয়ে যায়। এছাড়া, উপজেলার জাফরগঞ্জ বাজারে অপর অগ্নিকান্ডর ঘটনায় আব্দুর রশিদ মেম্বারের বেকারী কারখানা পুড়ে গেছে। 


জানা গেছে, সোমবার রাতে সাহরির সময় কাঠ মার্কেট এলাকায় শচিন সূত্রধরের বাড়ির পাশের্^ কাঠের দোকানে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুণ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা নিয়ন্ত্রনে আনার চেষ্টা করলেও দোকান, স’মিল, বাড়িসহ অন্যান্য স্থাপানায় আগুণ লেগে যায়।

ঘটনাস্থল থেকে প্রায় আট কিলোমিটার দূরে নবগ্রাম ফায়ার সার্ভিস ষ্টেশনের একদল কর্মী আধঘন্টার মধ্যে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। দু’ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। ততক্ষণে ২০/২৫টি স্থাপনা আগুণের লেলিহান শিখা গ্রাস করে। এতে, স্থানীয় ব্যবসায়ী মতিয়ার, আব্বাস, আনোয়ার, মনা, কার্তিক, আরশাদ, তফিজ, লিটন, আলামিন ও ইউনুসের তিনটি দোকানসহ অন্য স্থাপনা পুড়ে যায়।
শিবালয় বন্দর ব্যবসায়ী সমিতিরি সভাপতি মো. ইকবার হোসেন জানান, বাজারের কেন্দ্রস্থলে অবস্থিত ফার্নিচার ও কাঠ মার্কেটে ভয়াবহ এ আগুনের ঘটনায় অনেক ব্যবসায়ী দারুণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভয়াবহ আগুনে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যাওয়ায় অনেক ব্যবসায়ী নি:স্ব হয়ে গেছে। 


ফায়ার সার্ভিস ষ্টেশন পরিদর্শক মো. নাদির হোসেন জানান প্রাথমিক ধারণায় বলা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সাকিট থেকে আগুনের সুত্রপাত বলে। ক্ষয়-ক্ষতির পরিমান নিরুপন করা হচ্ছে। অপরদিকে, জাফরগঞ্জ বাজারে বেকারী কারখানায় অনুরুপ কারণে লাগা আগুনে প্রায় ১০ লাখ টাকার মালপত্র পুড়ে যায়।


Post a Comment

নবীনতর পূর্বতন