শিবালয়ে বাংলা নববর্ষ পালনে নানা আয়োজন
ইমি নূরহজাহান :
বাংলা নববর্ষ-১৪৩১ পালনে শিবালয় উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৪ এপ্রিল মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলাল হোসেন।
দেশবাসীর কল্যাণে সমাবেশে বক্তব্য রাখেন শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ, উথলী ইউপি চেয়ারম্যান মোঃ আব্বাস আলী, আ'লীগ নেতা সুদীপ ঘোষ বাসু, বীরমুক্তিযোদ্ধা রফিক খান গোলাপ প্রমুখ।
শিবালয় উপজেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করে। অনুষ্ঠান সঞ্চালন করেন একাডেমীর সাধারণ সম্পাদক বাবুল আকতার মঞ্জুর।
উপজেলা চত্ত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে এসে শেষ হয়।
এছাড়া, শিবালয় উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বর্ষবরণ উপলক্ষে নানা কর্মসূচী পালন করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন