শিবালয়ে শিমুলিয়া অগ্নিবীনা ক্লাবের উদ্যোগে বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
শিবালয় উপজেলা শিমুলিয়া অগ্নিবীনা ক্লাবের উদ্যোগে বাংলা বর্ষবরণ উপলক্ষে ১৪ এপ্রিল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিমুলিয়া মাঠে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সালাউদ্দিন মাহমুদ জাহিদ এমপি। বিশেষ অতিথি ছিলেন শিবালয় উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল রহিম খান। সাংস্কৃতিক অনুষ্ঠানে বহু লোক উপস্থিত ছিলেন।
কয়েকশ নারী পুরুষের সমন্বয়ে একটি শোভাযাত্রা শিমুলিয়া থেকে বের হয়ে মহাদেবপুর রুমি ফিলিং স্টেশনে এসে শেষ হয়। এ স্টেশনে বাঙালির ঐতিহ্য পান্তা, ইলিশ খাওয়া হয়।
এ সময় আব্দুল রহিম খান, মোঃ দেলোয়ার হোসেন খান, আমজাদ খান, রুমেল খানসহ অন্যরা বক্তব্য রাখেন। সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার সহস্রাদিক লোক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন