দৌলতপুরে উপজেলা পরিষদ নির্বাচনে ১৪ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

  দৌলতপুরে উপজেলা পরিষদ  নির্বাচনে ১৪ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল 

মোঃ মিজানুর রহমান, স্টাফ রিপোর্টার


মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ২য় ধাপে অনুষ্ঠিতব্য ষষ্ঠ উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল আজ। 


রবিবার (২১ এপ্রিল) দৌলতপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে বিকাল ৪ টা পর্যন্ত চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৬ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৩ জন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৫ জন মনোয়নয়ন পত্র জমা দিয়েছেন বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন দৌলতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা তামান্না রশিদ।


তিনি জানান, চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন,থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সদর চকমিরপুর ইউনিয়নের ২ দুই বারের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফিক, কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও  উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম রাজা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রাজেদুল ইসলাম, দৌলতপুর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, দৌলতপুর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুর রহমান, থানা কৃষকলীগের আহ্বায়ক কামরুজ্জামান নাঈম।


ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়ন জমা দিয়েছেন, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান একেএম নাছির উদ্দিন আবুল, থানা আওয়ামী লীগের সাবেক সদস্য শামছুর রহমান শাহিন, সাজ্জাদ হোসেন মমিন ।


 মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন, বর্তমান ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার,কাজী ফরিদা পারভীন, সাবেক ভাইস চেয়ারম্যান কুলসুম আরা , সাবেক সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য আনোয়ারা সুলতানা ও  দোলনা আক্তার।


জমাকৃত মনোনয়নের যাচাই-বাছাই আগামী ২৩  এপ্রিল মানিকগঞ্জ জেলা নির্বাচন কার্যালয়ে অনুষ্ঠিত হবে। ২৬  এপ্রিল প্রার্থীতা প্রত্যাহার এবং ২ মে যাচাই-বাছাই পরবর্তী প্রার্থীদের প্রতীক বরাদ্ধ করা হবে। আগামী ২১ মে  অনুষ্ঠিত হবে দৌলতপুর উপজেলা পরিষদের নির্বাচন। ইভিএমের মাধ্যমে দৌলতপুর ৬১ টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। দৌলতপুরে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৫৪ হাজার ১ শত ৯১ জন। এর মধ্যে পুরুষ ৭৭ হাজার ৭ শত ৭১ জন ও মহিলা ভোটার ৭৬ হাজার ৪ চার শত ২০ জন ।

Post a Comment

নবীনতর পূর্বতন