শিবালয়ে চিহ্নিত মাদক কারবারিদের হামলায় আহত ৩ গ্রেফতার ১

  শিবালয়ে চিহ্নিত মাদক কারবারিদের হামলায় আহত ৩ গ্রেফতার ১

 

                                                            আটক রাশিদুল ইসলাম মুরাদ- দৈনিক খবর

শিবালয় প্রতিনিধি:
শিবালয় উপজেলার মেহেদীপুর গ্রামে চিহ্নিত মাদকসেবী ও বিক্রেতাদের হাতে স্থানীয় লোকজনকে মারপিটের ঘটনায় অভিযুক্ত হানিফের পুত্র রাশিদুল ইসলাম মুরাদকে (২০) পুলিশ বৃহস্পতিবার গ্রেফতার করেছে। অভিযোগকারী  ফেরজা বেগম বিষয়টি নিশ্চিত করেন। 

 

                                                আহত ৩ ব্যক্তি উথলী হাসপাতালে ভর্তি-দৈনিক খবর

জানা গেছে, মেহেদীপুর গ্রামের মৃত মহিউদ্দিন মেম্বারের পুত্র উথলী ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার রোকন উদ্দিন রিপন, অপর পুত্র হারুন (৪২), হানিফ (৫০), কন্যা রোজিনা (৫২), হানিফের পুত্র মুরাদ (২০) ও ভাগ্নে সুমনের (২২) বিরুদ্ধে মাদক সেবন এবং ক্রয়-বিক্রয়ের অভিযোগে স্থানীয় লোকজন মানিকগঞ্জ জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেয়। 

এর জেরে বুধবার দুপুরে মেহেদীপুর গ্রামের রাইসমিলের কাছে স্বাক্ষরকারীদের উপর অভিযুক্তরা হামলা চালায়। এদের আঘাতে ব্যবসায়ী মাশিদুল ইসলাম (২৮), দশম শ্রেণির শিক্ষার্থী সাকিবুল হাসান ও চাকুরীজীবী আশরাফুল আলাম (২০) গুরুতর জখমপ্রাপ্ত হয়। 

এদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া, এ কারণে গত ১৬ জুন রবিবার সন্ধ্যায় রিপন মেম্বার ও সহযোগিরা হামলা চালিয়ে হায়াত আলীকে মারধর ও পুত্র মাসিদুলের অটোরিক্সা ভাংচুর করে।
 

পুলিশ জানায়, গণ স্বাক্ষরিত অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। 

Post a Comment

নবীনতর পূর্বতন