রানীশংকৈলে প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার দাবিতে মানববন্ধন

 রানীশংকৈলে প্রাকৃতিক পরিবেশ  ও  জীববৈচিত্র্য রক্ষার দাবিতে মানববন্ধন

 

মকসেদুর রহমান, স্টাফ রিপোর্টার
নাগর নদী সুরক্ষা কমিটির উদ্যোগে ১৮ জুন ঠাকুরগায়ের  রানীশাংকৈল উপজেলা বিভিন্ন স্থানে মানব বন্ধন ও আলোচনা সভার আয়োজন করা। নাগর নদী সুরক্ষা নিশ্চিতকরণসহ পার্শ্ববর্তী এলাকার প্রাকৃতিক পরিবেশ ও জীবনবৈচিত্র্য রক্ষার দাবীদে এ মানববন্ধন ও আলোচনা আয়োজন করা হয়।

আলোচনা ও মানববন্ধনের স্থান ছিল ১ নং ধর্মগড় ইউনিয়নের পামল গ্রামের সাবেক রাষ্ট্রপতি মরহুম এরশাদের খামার সংলগ্ন পয়েন্ট, ৬ নং কাশিপুর ইউনিয়নের জগদল জমিদার বাড়ির সামনের পয়েন্ট ও ১ নং ধর্মগড় ইউনিয়নের জোড়পুকুর গ্রাম সংলগ্ন পয়েন্ট।

জানা গেছে,  কৃষকের জমি, ফসল, আম বাগান, ঘরবাড়ি, বরেন্দ্র সেচ প্রকল্প এবং ৩৩হাজার কেভি বিদ্যুৎ স্টেশন, জগদল জমিদার বাড়ি, বিজেপি ক্যাম্প, বাংলাদেশের সীমানাসহ অন্যান্য স্থানের সুরক্ষার জন্য নাগর নদীতে ব্লক স্থাপনের মাধ্যমে বাঁধাইকরণ ও নদীর ধারে বৃক্ষরোপণের জন্য জরুরীভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ প্রসঙ্গে নাগর সুরক্ষা কমিটির পক্ষ থেকে ১৮ জুন  মানববন্ধন করা হয়। 



 

Post a Comment

নবীনতর পূর্বতন