শিবালয়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের নানা কর্মসূচী


শিবালয়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের নানা কর্মসূচী 

 

  বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান -দৈনিক খবর
 

স্টাফ রিপোর্টার:  
বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে বিভিন্ন প্রতিষ্ঠানের বহু শিক্ষর্থীরা ১৫ আগস্ট বৃহস্পতিবার ২য় দফায় শিবালয় উপজেলার নানা হাট-বাজার, বন্দর, রাস্তাঘাটে জমে থাকা ময়লা-আবর্জনা পরিস্কার অভিযান অংশ নেয়। শিক্ষার্থীরা আরিচা ঘাট, থানা বভন, হাইওয়ে থানা, স্বাস্থ্য কমপ্লেক্স, পাটুরিয়া ঘাট, উথলী, টেপড়া, বরংগাইল, মহাদেবপুর বাসষ্ট্যান্ডসহ জন গুরুত্বপূর্ণ স্থানে দীর্ঘদিন যাবৎ জমে থাকা ধুলা-বালি, পলিথিন, ময়লা-আর্বজনা তুলে নেয়। 


উল্লেখ্য যে, গত তিন দিন যাবৎ উপজেলা চত্তর টেপড়া, সরকারী উচ্চ বিদ্যালয় দেয়ালসহ নানা স্থানে সুদৃশ্য চিত্রাংকন অনেক শিক্ষার্থী অংশ নেয়। এদের অনেকেই এসকল বাস ষ্ট্যান্ডে যানবাহন নিয়ন্ত্রণ ও শৃংঙ্খলা ফিরানোর কাজে নিয়োজিত রয়েছে। শিক্ষার্থীরা হাট-বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য উর্দ্ধোগতী রোধ ও মান নিয়ন্ত্রণে তদরারকিও করছে।

Post a Comment

নবীনতর পূর্বতন