পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারীর ০১ দিনের বেতন বন্যার্তদের জন্য দান

পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারীর ০১ দিনের বেতন বন্যার্তদের জন্য দান  

                                            ছবি: সংগৃহিত

সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যায় মানুষ বাস্তুহারা হয়ে মানবেতর জীবনযাপন করছে। জান, মাল, ঘর-বাড়ি, অবকাঠামোসহ বিপুল পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে। দেশের এই ক্রান্তিকালে জনগণের সেবায় নিয়োজিত সারাদেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারী সর্বাত্মক সহযোগিতার করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে। এ ছাড়া বন্যার্তদের সহযোগিতায় পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা-কর্মচারী ০১ (এক) দিনের বেতন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার  ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে।


রোদ, ঝড়, বৃষ্টি উপেক্ষা করে যারা সারা দেশের ৮০ ভাগ অঞ্চলের প্রায় ১৪কোটি মানুষের ঘর আলোকিত রাখার দায়িত্বে নিয়োজিত তারা বন্যায় ক্ষতিগ্রস্থ সকল জনসাধারণের দুঃখ, কষ্ট, ব্যাথায় সমানভাবে সমবেদনা জ্ঞাপন করছে। আশা করি, এই দুঃসময় অতিদ্রুত অতিবাহিত হবে, স্বাভাবিক হবে জনজীবন।
মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।
 

বৈষম্য থেকে মুক্তিকামী পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারীর পক্ষে-
 

আব্দুল হাকিম   

এজিএম (ওএন্ডএম) ও সমন্বয়ক    

পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য বিরোধী আন্দোলন।                               

 মোঃ আসাদুজ্জামান ভূইয়া     

  ডিজিএম  ও সমন্বয়ক 

 পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য বিরোধী আন্দোলন।     

প্রকৌশলী রাজন কুমার দাস   
এজিএম (ই এন্ড সি) ও সমন্বয়ক

পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য বিরোধী আন্দোলন ।

   প্রেস রিলিজ



 

Post a Comment

নবীনতর পূর্বতন