দৌলতপুর তালুকনগর ডি‌গ্রি কলেজ অঅধ্যক্ষকে জোর ক‌রে পদত্যাগ করানোর অ‌ভিযোগ

 দৌলতপুর তালুকনগর ডি‌গ্রি কলেজ অধ‌্যক্ষকে জোর ক‌রে পদত‌্যা‌গ করানোর অ‌ভিযোগ 

মো: মিজানুররহমান, দৌলতপুর (প্রতিনিধি) মানিকগঞ্জ

মা‌নিকগঞ্জের দৌলতপুর‌ে  তালুক নগর ডি‌গ্রি ক‌লে‌জের   ভারপ্রাপ্ত    অধ‌্যক্ষ মো: হা‌বিবুর রহমান  কে জোর কর‌ে পদত‌্যা‌গের  অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে ।


বুধবার  স‌রে‌জমিন‌ে গি‌য়ে  জানা যায় স্থানীয় জনতা, ও ওয়ার্ড আ‌ওয়ামীলীগের  কর্মীরা  ওই ক‌লে‌জে গি‌য়ে   ভারপ্রাপ্ত অধ‌্যক্ষ কে  জোর ক‌রে পদ‌ত‌্যা‌গ পত্র‌ে স্বাক্ষর  ক‌রান ব‌লে অ‌ভি‌যোগ ক‌রেন  অধ‌্যক্ষ হা‌বিবুর রহমান।অধ্যক্ষ হাবিবুর রহমান আরো জানান, শাহীন, কাউসার, হাবেল ও সিরাজুল এর নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের মত ছাত্রলীগের লোকজন  আমার সাথে নানাভাবে খারাপ আর আচরণ করেন। 

উত্তে‌জিত জনতা  ভার প্রাপ্ত অধ‌্যক্ষের  অ‌ফিস ক‌ক্ষে প্রবেশ ক‌রে ভারপ্রাপ্ত  অধ‌্যক্ষ কে  নানাভা‌বে প্রশ্ন করে না‌জেহাল ক‌রে।

তি‌নি আ‌রোও জানান  আ‌মি ভ‌য়ে স্বাক্ষর ক‌রি । এবং তালুক নগর ডি‌গ্রি ক‌লেজের উপাধ‌্যক্ষের যোগসা‌জে‌সে এই ঘটনা ঘ‌টে  ব‌লে দা‌বি ক‌রেন ।

ত‌বে   এ‌বিষ‌য়ে  তালুক নগর ক‌লে‌জের উপাধ‌্যক্ষ মো : জ‌হিরুল ইসলামের কা‌ছে জানতে চাই‌লে তি‌নি  সাংবা‌দিক কে জানান  আমার বিরু‌দে যে অ‌ভি‌যোগ করা হ‌য়ে‌ছে সব মিথ‌্যা । অপপ্রচার এই বিষ‌য়ে আ‌মি কিছুই জা‌নি না।

 এ বিষ‌য়ে আব্দুস সামাদ জানান  (৪০)   ব‌লেন,   তালুক নগর  ড‌ি‌গ্রি ক‌লে‌জের অধ‌্যক্ষ একজন ভাল মানুষ , তার চাক‌রি জীব‌নে  কোন‌ো প্রকার  অ‌নিয়ম দে‌খি নাই ।  অফিস কক্ষে ঢুকে তারা প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক কাগজে স্বাক্ষর নেয়। এ ব‌্যাপা‌রে দৌলতপুর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা বারাবর  এক‌টি  অ‌ভি‌যোগ দি‌য়ে‌ছেন । তি‌নি আরো ব‌লেন, যেখা‌নে বৈষম‌্য বি‌রোধী ছাত্র আন্দোল‌নের সমন্বয়করা কাউকে জোর ক‌রে পদত‌্যাগ কর‌তে নি‌ষেধ কর‌ছেন, অথচ আমাদের  তালুক নগর ড‌ি‌গ্রি কলে‌জের ভারপ্রাপ্ত  অধ‌্যক্ষের  সা‌থে এমন অন‌্যায় মে‌নে নি‌তে পার‌ছিনা।

Post a Comment

নবীনতর পূর্বতন