মানিকগঞ্জে ন্যাশনাল ডক্টরস ফোরামের কমিটি গঠন
স্টাফ রিপোর্টার :
ন্যাশনাল ডক্টরস ফোরাম-এনডিএফ, মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে চিকিৎসকদের নিয়ে গতকাল বাসস্ট্যান্ডে ক্যাফ হাইওয়ে রেস্টুরেন্টে মতবিনিময় সভা ও জেলার নতুন কমিটি গঠন করা হয়।
ন্যাশনাল ডক্টরস ফোরাম, মানিকগঞ্জ জেলা শাখার নতুন কমিটি করা হয়। ডা. মোসলেম উদ্দিন খান পুনরায় সভাপতি এবং ডা. জিয়াউল হক সেক্রেটারি মনোনীত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক ডা. মো: মাহমুদ হোসেন। এতে সভাপতিত্ব করেন ন্যাশনাল ডক্টরস ফোরামের মানিকগঞ্জ জেলা শাখা সভাপতি ডা. মোসলেম উদ্দিন খান। সভায় বিপুল সংখ্যক চিকিৎসক, মেডিকেল স্টুডেন্ট এবং সুধিবৃন্দ উপস্থিত ছিলেন। ডা. সাহিদুর রহমান খান, ডা. আব্দুল বারেক মোল্লা, সহকারী অধ্যাপক ডা. খাইরুল বাশার, ডা. আবু বকর সিদ্দীক, ডা. সোলাইমান, ডা. সাদিক স্বপন, ডা. জিয়াউল হকসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
প্রধান অতিথি ডা. মাহমুদ হোসেন বলেন, দুনিয়া জীবনের সফলতার সাথে, পরকালীন জীবনে সফলতা অর্জন করতে হবে। এজন্য চিকিৎসক সমাজকে অহংকার মুক্ত হয়ে হালাল উপার্জনের মাধ্যমে এবং উন্নত চরিত্র গঠনের মাধ্যমে আল্লাহর জমীনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য অব্যাহত প্রচেষ্টা চালাতে হবে।
একটি মন্তব্য পোস্ট করুন