ঝিনাইদহে এইচএসসি পরীক্ষায় ফেল হওয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা-১

 আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:


ঝিনাইদহে এইচএসসি পরীক্ষায় ফেল হওয়ায় জান্নাতুল ফেরদৌস (১৮) নামে এক কলেজছাত্রী গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন। ১৫ই অক্টোবর মঙ্গলবার ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের ভড়ুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 




মৃত জান্নাতুল ফেরদৌস ভড়ুয়াপাড়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে এবং মুক্তিযোদ্ধা মশিউর রহমান মহাবিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্রী ছিল। এবিষয়ে তার ভাই আলামিন বলেন, জান্নাতুল ফেরদৌস এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিলো। সে ফেল করেছে। 


এটা শোনার সাথে সাথে ঘরের মধ্যে গিয়ে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। পরে আমরা জানালা ভেঙে তাকে উদ্ধার করলেও সে মুহূর্তে লুটিয়ে পড়ে মাটিতে। 



সেখানে স্থানীয় গ্রাম্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে পাগলাকানাই  ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে ছিলাম, বাসা থেকে ফোন এলো জান্নাতুল আত্মহত্যা করেছে, আমি তাৎক্ষণিক বাসায় গিয়ে দেখি মারা গেছে। 



কি জন্য আত্মহত্যা করেছে জানাতে চাইলে তিনি বলেন, মূলত পরীক্ষায় ফেল কারার কারনেই সে আত্মহত্যা করেছে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি,স্বজনেরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের কথা অনুযায়ী জানতে পারি সে পরীক্ষায় ফেল হওয়ার কারণে আত্মহত্যা করে মারা গেছে। 



স্থানীয় এবং পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত স্বজনেরা জানান, জান্নাতুল ফেরদৌসের মৃত্যু কোনভাবেই মেনে নিতে পারছেন না তারা। পিতা-মাতা ও আত্মীয়-স্বজনের কান্নায়  এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Post a Comment

নবীনতর পূর্বতন