দৌলতপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ
দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ্ কবিরের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। রববিার দুপুর ১২ টায় জেলার দৌলতপুর কলিয়া ইউনিয়নের পরিষদের সমনে কর্মসূচি পালিত হয়।
বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনের দলের সম্ভাব্য প্রার্থী মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবির জিন্নাহ্। তাঁর বিরুদ্ধে সম্প্রতি ঘিওরের বালিয়াখোড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিউদ্দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে চাঁদাবাজিসহ মিথ্যা অভিযোগ দিয়েছেন।
মানববন্ধন কর্মসূচি কলিয়া ইউনিয়ন বিএনপির সাভাপতি এডঃবুলবুল আহমেদ গোলাপ এর সভাপতিত্বে শুরু হয়,এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সহ-সভাপতি আঃ খালেক,দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ইঞ্জিঃরবিজ্জল হোসাইন,উপজেলা সেচ্ছা সেবক দলের আহ্বায়ক মোঃ আলামিন, কলিয়া ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হোসেন, সহ-সভাপতি আব্দুল বাতেন যুগ্মসাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান, নাসির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সামাদ,কলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলতাফ হোসেন সদস্য সচিব মোঃ কোবির হোসেন, ছাত্রদল নেতা আনিসুর রহমান বিরাজ, ফয়সাল, হৃদয় এবং অন্যান্য নেতৃবৃন্দ।
একটি মন্তব্য পোস্ট করুন