হরিরামপুরে হাটবাজারের বন্দোবস্তকৃত জায়গায় বাদে অন্য জায়গা দখলের অভিযোগ

 হরিরামপুরে হাটবাজারের বন্দোবস্তকৃত জায়গায় বাদে অন্য জায়গা দখলের অভিযোগ
 

শেখ নজরুল ইসলাম (রনী):

মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানাধীন গালা ইউনিয়নের অন্তর্গত ঝিটকা বাজারের সরকার খাস জমি তোহা বাজার হিসাবে সংক্ষিত জমি অবৈধভাবে ভোগ দখল করে আসছে। এ ব্যাপারে রকিব হাসান মানিকগঞ্জ জেলা প্রশাসক বরাবর ১ অক্টোবর একটি লিখিত অভিযোগ করেছেন। 


জানা গেছে, হরিরামপুর থানাধীন গালা ইউনিয়নের অন্তর্গত ঝিটকা বাজার একটি সুপ্রতিষ্ঠিত বাজার। উক্ত ঝিটকা বাজার/হাট ইজারা প্রদানকরে সরকার প্রতি বছর আনুমানিক ৪০ (চল্লিশ) লক্ষ টাকা রাজস্ব আদায় করে। কিন্তু সরকারী কিছু ভূমি কর্মকর্তার যোগসাজশে কতিপয় কিছু ব্যক্তি বিগত সরকারের আমলে অবৈধ উপায়ে ঝিটকা বাজারে চান্দিনা ভিটি একসনা বন্দোবস্তোর অনুমোদন সাপেক্ষে সুনির্দিষ্ট জায়গা ব্যতিত অন্য জায়গায় ঘর উত্তোলন করেভোগ দখল করে আসছে। 


ভূমি মন্ত্রণালয় কর্তৃক ঝিটকা হাট বাজার ২০২৪ সালে পেরিফেরিভুক্ত করা হয়। কিন্তু ভূমি দখলকারী লোক এক জায়গায় বন্দোবস্ত নিয়ে সরকারী গুরুত্বপূর্ণ জায়গায় (বন্দোবস্তকৃত ভূমি নহে) ঘর তুলে ভাড়া দিয়ে আসছে। উল্লেখ্য ঝিটকা বাজার নদীঘাট, সরিষাহাট, বিএনপি দলীয় কার্যালয়সহ অনেক জায়গায় একই পথ অবলম্বন করে ভূমি দস্যূরা সরকারী জায়গা দখল করেছে। 


সর্বশেষ সরকারী হাট বাজার নীতিমালা (ফেব্রুয়ারি ১৩, ২০২৩ইং তারিখে প্রকাশিত) অনুযায়ী ঝিটকা হাট বাজারের জন্য যে সুনির্দিষ্ট তোহা বাজার থাকার কথা, বাস্তবে ঝিটকা হাট বাজারের মধ্যে দৃশ্যমান নহে। ঝিটকা বাজারের চান্দিনা ভিটি অনুমোদন থাকার পরেও যে সমস্ত ঘর সুনির্দিষ্ট জায়গা ব্যতিত অন্য গুরুত্বপূর্ণ জায়গা তোহা বাজারে ঘর উত্তোলন করিয়া অবৈধভাবে যবর দখল করে বিভিন্ন ব্যবসা পরিচালনা করিয়া আসিতেছে।

 


Post a Comment

নবীনতর পূর্বতন