দৌলতপুরে ৭ই নভেম্বর আলোচনা সভা ও বিজয় র‍্যালি

দৌলতপুরে ৭ই নভেম্বর আলোচনা সভা ও বিজয় র‌্যালি

মোঃ মিজানুর রহমান, দৌলতপুর প্রতিনিধি

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিকগঞ্জ জেলা দৌলতপুর উপজেলায় আলোচনা সভা ও বিজয়র‌্যালী  অনুষ্ঠিত হয়েছে।  আজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় বিএনপির পার্টি অফিসের সামনে এই আলোচনা সভা ও বিজয় র‌্যালী  অনুষ্ঠিত হয়েছে। 

র‌্যালী টি দৌলতপুর বিএনপি'র পার্টি অফিসের সামনে থেকে শুরু করে দৌলতপুর উপজেলা পরিষদ হয়ে দৌলতপুর বাস স্ট্যান্ড প্রদক্ষিণ করে আবার পার্টি অফিসের সামনে শেষ হয়। 

দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, , সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল মতিন, মানিকগঞ্জ জেলা বিএনপি'র কৃষি বিষয় সম্পাদক মোঃ লোকমান হোসেন, বিএনপি নেতা এসকে বাবুল মোঃ ছিকান শেখ, আব্দুর রহিম যুবদলের আহ্বায়ক মোঃ সেলিম হোসেন, যুবদলের সদস্য সচিব মোঃ আব্দুস  সালাম, যুবদল নেতা মোঃ রুহুল আমিন, মোঃ ফারুক হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রাজিব হোসেন ছাত্রদলের সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির এলিট প্রমুখ।

 এ সময় বক্তারা ঐতিহাসিক ৭ই নভেম্বরের বিপ্লব সংহতি দিবসে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করেন। তার আত্মার মাগফেরাত কামনার মাধ্যমে আলোচনা সভা ও বিজয়  র‌্যালী শেষ করা হয়।

Post a Comment

নবীনতর পূর্বতন