দৌলতপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
মোঃ মিজানুর রহমান, দৌলতপুর উপজেলা প্রতিনিধি,দৌলতপুর, মানিকগঞ্জ
মানিকগঞ্জের দৌলতপুরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অদ্য ২১ ডিসেম্বর ২০২৪ইং কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ১৭টি স্কুলের ৫৮৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। আজ দৌলতপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বৃত্তি ২০২৪ পরীক্ষা অনুষ্ঠিত হয়। দৌলতপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আহ্বায়ক মোঃ আরফান আলী বলেন,কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশের সহায়ক হিসেবে দৌলতপুর উপজেলায় ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে ফলাফল প্রদান করা হবে। বৃত্তিপ্রাপ্তদের নগদ অর্থ, ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হবে। এসময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সদস্য সচিব মোঃ সেলিম রেজা,দৌলতপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম,দৌলতপুর সরকারী প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ মফিজুল ইসলাম, সাংবাদিক মোঃ মিজানুর রহমান, মোঃ আমিনুল ইসলাম, মোঃ আতিকুর রহমান সহ শিক্ষানুরাগী বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপবৃত্তি পরীক্ষা সকাল ১০ঃ৩০ মিনিটে শুরু হয়ে দুপুর ১২ টায় শেষ হয়।
একটি মন্তব্য পোস্ট করুন