মানিকগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশন-এমকেএ’র বৃত্তি প্রদান অনুষ্ঠিত

 মানিকগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশন-এমকেএ’র বৃত্তি প্রদান অনুষ্ঠিত 

 

স্টাফ রিপোর্টার : 

মানিকগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশন-এমকেএ আয়োজিত বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী ২০২৫ উথলী শিক্ষানিলয় প্রি-ক্যাডেট স্কুলে অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার মোঃ সালাহ্ উদ্দিন সরকার প্রধান অতিথি ছিলেন। 

মানিকগঞ্জ  কিন্ডারগার্টেন এসোসিয়েশন-এমকেএ সভাপতি মোহাম্মদ ইউনুস আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিবালয় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সায়েদুর রহমান, সহকারী শিক্ষা অফিসার মুহাম্মদ আমিনুর রহমান, কুদ্দুস হাওলাদার, জাতীয়তাবাদী কৃষকদল মানিকগঞ্জ জেলা শাখা সহ-সাধারণ সম্পাদক বেপারী মোঃ কামাল উদ্দিন, এম এ রউফ ডিগ্রী কলেজ অধ্যাপক ডি এম নাসিম উদ্দিন, নালী বড়রিয়া কৃষ্ণচন্দ্র উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মোন্তাজ উদ্দিন, উপজেলা কেন্দ্রীয় আব্দুল গণি সরকার উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক হোসনেয়ারা আক্তার, শিবালয় অক্সফোর্ড একাডেমী প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, উপজেলা কেন্দ্রীয় আব্দুল গণি সরকার উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন মোল্লা, মানিকগঞ্জ  কিন্ডারগার্টেন এসোসিয়েশন-এমকেএ সাধারণ সম্পাদক শাহীনুর রহমান শাহীন, শিক্ষা সচিব মোঃ শওকত আলী, দৈনিক নিউজ সম্পাদক ও বাবুল-রিনা ফাউন্ডেমন চেয়ারম্যান বাবুল আকতার মঞ্জুর, নয়াবাড়ী উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক মুহাম্মদ জাহিদুল ইসলাম, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষানিলয় প্রি-ক্যাডেট স্কুল এসএমসি সদস্য দ্বিব্যেন্দু কুমার বাবু। 

জানাগেছে, বৃত্তি প্রদান অনুষ্ঠানে ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত ৩৮ জন ও সাধারণ গ্রেড বৃত্তিপ্রাপ্ত ১৩২ জন শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট, সনদ ও সার্টিফিকেট প্রদান করা হয়। এ পরীক্ষায় সরকারী প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসার ৬৪৭ জন শিক্ষার্থী শিশু/নার্সারী-পঞ্চম শ্রেণি পর্যন্ত বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়।  

সংগঠরনের সভাপতি জানান, মানিকগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশন-এমকেএ ২০১৮ সালে প্রতিষ্ঠিত কিন্ডারগার্টেন স্কুল শিক্ষক প্রশিক্ষণ, বৃত্তি পরীক্ষা, শিক্ষকদের বার্ষিক শিক্ষকদের শিক্ষাসফর আয়োজনসহ বিভিন্ন কর্মকা- পরিচালনা করে আসছে।ভবিষ্যতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের আন্তঃক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও শিক্ষকদের জন্য বার্ষিকী শিক্ষা সফরের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

প্রধান অতিথি বলেন, বর্তমানে যুগে শিক্ষার্থীদেরকে সারা বিশ্বের সাথে তাল মিলাতে কমপক্ষে ৪টি ভাষা শিখতে হবে। বাংলা, ইংরেজি, হিন্দি ও আরবি ভাষা শিখতে পারলে শিক্ষার্থীরা এগিয়ে যেতে পারবে। কিন্ডারগার্টেন স্কুলের ইংরেজি ক্লাসগুলো ইংরেজিতে নিলে আরোও ভালো করবে শিক্ষার্থীরা।


      


Post a Comment

নবীনতর পূর্বতন