শিবালয়ে জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা বুধবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।আগামী ১৫ মার্চ ২০২৫ শিবালয় উপজেলা ২০,২১৬ জন শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে।
জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যােগে অনুষ্ঠান বাস্তাবায়ন করা হয়। আগামী ১৫ মার্চ ২০২৫ জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে অবিহিতকরণ ও পরিকল্পনা সভায় উপজেলা স্বাস্থ্য কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আনিসুর রহমান রানার সভাপতিত্বে শিবালয় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সায়েদুর রহমান, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর হামিদা ইয়াসমিন, হেলথ ইন্সপেক্টর বিলকিস আরা, সাংবাদিক মোহাম্মদ ইউনুস আলীসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ পরিকল্পনায় অংশ নেন।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আনিসুর রহমান রানা জানান, ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উপলক্ষে বিভিন্ন মসজিদে নামাযের সময় জানানো হচ্ছে এবং প্রতিটি ইউনিয়নে মাইকিংয়ের ব্যাবস্থা করা হয়েছে। তিনি আরও বলেন, ৬ থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন এর নীল ট্যাবলেট ও ১-৫ বছর বয়স সকল শিশুকে লাল ট্যাবলেট খাওয়ানো হবে। তিনি গুজবে কান না দেয়ার পরামর্শও দেন।
রাজ/13মার্চ/2025
একটি মন্তব্য পোস্ট করুন