দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রথম রি ইউনিয়ন
মোঃ মিজানুর রহমান:
দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রথম রি ইউনিয়ন অনুষ্ঠিত হয়েছে। গত ২রা এপ্রিল ২০২৫ রোজ বুধবার বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
১৭ই জানুয়ারি ১৯৪৬ সালের প্রতিষ্ঠা লগ্ন থেকে ২০২৫ সালের ব্যাচ পর্যন্ত ৭৯ বছরের ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রথম রি ইউনিয়ন হয়েছে। রি ইউনিয়নের আহবায়ক ব্রিগেডিয়ার জেনারেল ডা: মোঃ দেলোয়ার হোসেন (অব:) দায়িত্ব পালন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর মোবারক আহমেদ খান বৈজ্ঞানিক উপদেষ্টা বাংলাদেশ পাট কল কর্পোরেশন বস্ত্র ও পাট মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। অনুষ্ঠান সূচিতে ছিল সকাল ৮ টায় কিট ও ব্রেকফাস্ট বিতরণ। সকাল ৯ টায় বেলুন উড়িয়ে উদ্বোধন এবং পূর্ণমিলনী র্যালি।
সকাল দশটায় আসন গ্রহণ, প্রয়াত শিক্ষক শিক্ষার্থীদের জন্য দোয়া ও মাগফেরাত কামনা। শ্রদ্ধেয় প্রাক্তন শিক্ষকদের সম্মাননা প্রদান। অতিথির সম্মাননা, ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান।
অনুষ্ঠানের তৃতীয় পর্বে শিক্ষক ও আমন্ত্রিত অতিথিবৃন্দের ভাষণ ও ফটোসেশন সাবেক এবং বর্তমান শিক্ষক ছাত্রদের স্মৃতিচারণ করা হয়।
পূর্ণমিলন অনুষ্ঠানে স্মরণিকা প্রকাশ করা হয়। এতে প্রাক্তন ও প্রয়াত শিক্ষক মন্ডলী, বর্তমান শিক্ষক মন্ডলী দাতা সদস্য প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের ছবি সংবলিত স্মরণিকা প্রকাশ করা হয়েছে।
পূর্ণ মিলনী অনুষ্ঠানে প্রায় ১৮০০ জন ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন করেছিল। স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করে অনুষ্ঠান সাফল্যমন্ডিত করেছে। স্কুল প্রতিষ্ঠাকালীন থেকে শুরু করে 79 তম বছরে প্রথম পূর্ণমিলনী অনুষ্ঠিত হলো। প্রাক্তন ছাত্রদের মধ্যে উল্লেখযোগ্য ছাত্র ডক্টর এম সাইদুর রহমান, ইঞ্জিনিয়ার মোঃ রফিকুল ইসলাম, প্রফেসর ডক্টর এস এম হুমায়ুন কবীর, ডঃ মহিউদ্দিন আলমগীর, ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন, অধ্যক্ষ প্রফেসর শিলা রানী মন্ডল, মোঃ শফিকুল ইসলাম রাজা, শামীম রেজা, আব্দুল হালিম শাওন, ডাক্তার ফারুক আহমেদ , ১৯৫৯ ব্যাচের ছাত্র সুলতান উদ্দিন আহমেদ সহ অনেক গুণীজন উপস্থিত ছিলেন। সেখানে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার অনেক সাংবাদিক উপস্থিত ছিলেন। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্ত ঘোষণা করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন