শিবালয়ে মে দিবস পালনে চালক-শ্রমিক ইউনিয়নের র্যালি ও আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি :
আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন উপলক্ষে মানিকগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলড়ী কাভার্ডভ্যান মিনিট্রাক চালক শ্রমিক ইউনয়ন বিস্তারিত কর্মসূচী পালন করে। এ উপলক্ষে শিবালয় উপজেলার উথলী মোড় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উথলী মোড় থেকে মেঘাফিড হয়ে একই স্থানে এসে শেষ হয়।
শহিদ রফিক চত্তর উথলী সংযোগ মোড়ে আয়োজিত বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলড়ী কাভার্ডভ্যান মিনিট্রাক চালক-শ্রমিক ইউনয়ন সভাপতি মোঃ মিজানুর রহমান।
মানিকগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলড়ী কাভার্ডভ্যান মিনিট্রাক চালক শ্রমিক ইউনয়ন ঢাকা-4139 প্রতিষ্ঠাতা সভাপতি আসলাম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, মোঃ কাউসার মিয়া প্রমূখ। এছাড়া জেলা-উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা দাবী করেন, পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র দিতে হবে, যখন তখন শ্রমিক ছাটাই করা বন্ধ করতে হবে, সর্বোচ্চ ৮ ঘণ্টা ডিউটি চালু করতে হবে, ৬৪ জেলায় ট্রাক টার্মিনাল নির্মাণ করতে হবে এবং শ্রমিক কল্যাণ তহবিল আইন বাস্তবায়ন করতে হবে।
একটি মন্তব্য পোস্ট করুন