November 7, 2025
tbn24-20251107003048-3549-tbn24-20251102082824-7014-tbn24-20251101001554-9194-tbn24-20251026221936-1051-Food Stamp_

গত সপ্তাহে আদালতের নির্দেশ অমান্য করে স্ন্যাপ তহবিল চালু করতে রাজি না হওয়ায় ট্রাম্পকে তিরস্কার করেন ম্যাককনেল।

সরকারের অচলাবস্থায় নভেম্বর মাসে স্ন্যাপ তথা খাদ্য সহায়তায় ট্রাম্পকে পূর্ণ তহবিল বরাদ্দে কড়া নির্দেশ দিয়েছে ফেডারেল আদালত।

আইউটনেস নিউজ জানায়, নির্দেশ অনুযায়ী শুক্রবারের মধ্যেই ট্রাম্প প্রশাসনকে তহবিল বরাদ্দ দিতে হবে।

বিচারক জন জে. ম্যাককনেল জুনিয়র বলেন, ‘মানুষ অনেক দিন ধরে ভুগছে। আর একটি দিনও তাদের জন্য তহবিল না দেওয়া অগ্রহণযোগ্য।’

গত সপ্তাহে আদালতের নির্দেশ অমান্য করে স্ন্যাপ তহবিল চালু করতে রাজি না হওয়ায় ট্রাম্পকে তিরস্কার করেন ম্যাককনেল।

ওই সময় ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল, ‘স্ন্যাপ তহবিল শুধু সরকার সচল হলেই চালু করা হবে।’

যদিও হোয়াইট হাউসের কর্মকর্তারা দাবি করেন, তারা আদালতের নির্দেশমতো অগ্রসর হচ্ছেন।

এমন বাস্তবতায় ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ড নিয়েও সমালোচনা করেন বিচারক।

তিনি বলেন, ‘অতিরিক্ত তহবিল থাকা সত্ত্বেও ট্রাম্প প্রশাসন নামমাত্র সহায়তা প্রদান করেছে। এমনকি তারা জানত যে, সহায়তা সময় মতো পৌঁছাবে না।’

আদালতের তথ্য অনুযায়ী, নভেম্বর মাসে স্ন্যাপ তহবিল ছাড়া ১ কোটি ৬০ লাখ শিশু ক্ষুধার ঝুঁকির মধ্য দিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *