December 1, 2025, 4:52 pm
সর্বশেষ সংবাদ:
ভারতের স্বার্থ রক্ষা ও ক্ষমতা দীর্ঘ করতে পিলখানার হত্যাকাণ্ড ঘটান হাসিনা-রাকিন আহমেদ ভূঁইয়া সেন্ট মার্টিন থেকে আসার পথে স্পিডবোট ডুবে মা-মেয়ের মৃত্যু খালেদা জিয়া ‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’ চলে গেছেন: আজম খান দ্বিতীয় বিয়ের খবর দিলেন সামান্থা বাংলাদেশকে এখনও বন্ধু বলতেই পছন্দ করি: ভারতের নৌবাহিনী প্রধান দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে : ফখরুল তারেক রহমান ভোটার হননি, আবেদন সাপেক্ষে ভোট দিতে ও প্রার্থী হতে পারবেন:ইসি সচিব হাসিনার বিচার পুরনো আদালতে করাটা ঠিক হয়নি: ফরহাদ মজহার ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা প্রেসসচিবের দেশের নিরাপত্তা নিয়ে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে একটি চক্র: বাণিজ্য উপদেষ্টা

সরকার আ. লীগের লকডাউন কর্মসূচি সফল করে দিচ্ছে : গোলাম মাওলা রনি

Reporter Name
  • Update Time : Thursday, November 13, 2025
  • 39 Time View

সরকার আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি সফল করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি। বুধবার (১২ নভেম্বর) দেশের এক বেসরকারি টিভি চ্যানেলের এক টকশোতে এ মন্তব্য করেন তিনি।

গোলাম মাওলা রনি বলেন, সরকার বেসিক্যালি এখন বলছে, তোমরা লকডাউন পালন করো। এর চাইতে বড় সন্ত্রাস তো ২০১৪, ১৫, ১৬ সালে করা হয়েছে।

তখন সরকারের প্রতি মানুষের একটা আস্থা ছিল যে সরকার আমাদের রক্ষা করতে পারবে। কিন্তু এখন যে অবস্থা হয়ে গেছে যে সরকার আমাদেরকে রক্ষা করবে- এই বিশ্বাস নাগরিকদের মধ্যে নাই। যারাই করছে- এটা অপঘাত হতে পারে, আত্মঘাতী হতে পারে, কর্তৃপক্ষকে ফাঁসানোর জন্য হতে পারে, আওয়ামী লীগের কুকর্ম হতে পারে, দেশি-বিদেশি গোয়েন্দা সংস্থার হতে পারে। যত রকম সোর্স থেকে হোক না কেন, আলটিমেটলি যা হচ্ছে, তার সঙ্গে শতগুণ ভীতি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। যেটা রাষ্ট্রব্যবস্থাকে একটা ঝাঁকুনি দিয়েছে। এমন ঝাঁকুনি দিয়েছে যে এখন পুলিশ বলছে লকডাউন। এখন পুলিশ লকডাউন কার্যকর করে ফেলেছে। ওরা কথাটা আসলে বলবে শাটডাউন, কিন্তু ভুলে বলে ফেলছে হয়ত লকডাউন।

এখন সেই লকডাউন চলতেছে। তিনি বলেন, একটা লকডাউন তো এরকম হয় না। লকডাউনে আপনি ঘরে থাকবেন, ঘর থেকে বের হবেন না। কিন্তু এখন মিছিল করছে, মিটিং করছে হরতালের মতো পিক্যাটিং যদি করা হয়, তাহলে তো এটা লকডাউন হয় না, এটা অনেকটা একটা শাটডাউনের মতো। ওরা বলছে লকডাউন, আর আওয়ামী লীগ আসলে শাটডাউনের মতো কাজকর্ম করছে, হরতাল করতেছে।

সরকার শাটডাউন প্রতিহত করতে গিয়ে বেসিক্যালি এখন বলছে তোমরা লকডাউন পালন করো। তোমরা ঘরে থাকো। পুরো জিনিসটা উল্টো হয়ে গেছে। সরকার তো অবশ্যই লকডাউন কর্মসূচি সফল করে দিচ্ছে। সরকারের তার নিজের প্রতি আস্থা নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com