ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ কলেছেন, ‘এনসিপি নেতা নাসিরুদ্দীন পাটওয়ারী বিএনপির সাধারণ সদস্য হওয়ার যোগ্যতা রাখে না। একজন মানুষের যে সাধারণ আচরণ থাকে সেটা তার মধ্যে নেই। সব সময় নেশাগ্রস্ত মানুষের মতো কথা বলেন। বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদের নিয়ে যে ধরনের কথাবার্তা তিনি বলেন সেটা কাম্য নয়। বিএনপি সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিচ্ছে বলে তিনি এখনো সুস্থ আছেন।’
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা জরিপ বিশ্বাস ডিগ্রী কলেজ প্রাঙ্গণে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এনসিপির ভবিষ্যতের কথা আগেও বলেছিলাম। এদেশে একটা আসনও এনসিপির পাওয়ার যোগ্যতা নেই।
তারা কিছু আসনের জন্য দেন-দরবার চালিয়ে যাচ্ছে। তবে আমরা তৃণমূলের নেতাকর্মীরা চাই এনসিপি সারা দেশে ৩০০ আসনে নির্বাচন করুক। তাদের মূল্যায়ন তখন দেশবাসী বুঝবে।’
হুমায়ুন বাবর ফিরোজ বলেন, ‘যদি বিএনপি তাদের প্রতি দয়া না দেখায় সারা দেশে একটা আসনও তারা পাবে না।
নাসিরুদ্দীন পাটওয়ারীরা যেখানে নির্বাচন করতে যাবে সেখানে তাদের জামানত বাজেয়াপ্ত হবে। এনসিপির যারা নীতি নির্ধারক তাদের উচিত নাসিরের মতো নেতাদের দিকে নজর দেওয়া।’
এসময় জেলা যুবদলের সদস্য মুন্সি আবু জাহিদ, শৈলকুপা উপজেলা বিএনপির সহদপ্তর সম্পাদক ইমদাদুল ইসলাম আকুল, সদস্য রাকিবুল ইসলাম, নিত্যানন্দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।