নিউজ ডেস্ক:
দশম গ্রেড থেকে সহকারী শিক্ষকদের নবম গ্রেডে উন্নীত করার দাবিতে আগামী সোমবার, ১ ডিসেম্বর থেকে পূর্ণাঙ্গ কর্মবিরতি (কমপ্লিট শাটডাউন) শুরু করার ঘোষণা দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষকরা।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে রাজধানীর শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা আসে।
শিক্ষক নেতারা জানান, বিভিন্ন দপ্তরের নিচের গ্রেডের অনেক পদ নবম গ্রেডে উন্নীত হলেও সহকারী শিক্ষক পদটি দীর্ঘদিন ধরে দশম গ্রেডেই রয়ে গেছে, যা তারা ‘অন্যায্য সিদ্ধান্ত’ বলে উল্লেখ করেন। তাঁদের দাবি, যোগ্যতা ও দায়িত্ব অনুযায়ী সহকারী শিক্ষকদেরও নবম গ্রেডে স্থানান্তর করা উচিত।
সমিতির পক্ষ থেকে জানানো হয়, ৩০ নভেম্বর পর্যন্ত সরকারের ইতিবাচক সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা হবে। এর মধ্যে সমাধান না এলে ১ ডিসেম্বর থেকে সারাদেশে সম্পূর্ণ কর্মবিরতি পালন করা হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, দাবি পূরণ না হলে তারা আগেই ঘোষিত কঠোর কর্মসূচি—ঢাকায় মহাসমাবেশ এবং সারাদেশে কমপ্লিট শাটডাউন—বাস্তবায়নে যাবেন।
শিক্ষক সমাজ আশা করছে, সরকারের পক্ষ থেকে দ্রুত সিদ্ধান্ত নিয়ে সংকট নিরসন করা হবে।