December 2, 2025, 2:19 am
সর্বশেষ সংবাদ:
কক্সবাজারে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত ভিআইপি বেগম খালেদা জিয়ার বিশেষ নিরাপত্তায় থাকছে এসএসএফ! বার্ষিক পরীক্ষায় ব্যাঘাত ঘটলে কর্মবিরতিতে থাকা শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে ঢাকায় আবারও ভূকম্পন অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার বাংলাদেশ থেকে পাঠানো হল দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ১৮ জন জাপানি সৈনিকের দেহাবশেষ ৫ মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৩ বিলিয়ন ডলার শিল্পকলায় শুরু হলো মাসব্যাপী যাত্রাপালা প্রদর্শনী বিডিআর হত্যাকাণ্ডে সাক্ষ্য দিতে গেলে হুমকি আসে: ডা. বুশরা শাহজালাল বিমানবন্দরে ৪ নারী যাত্রীর শরীর থেকে ১০২টি মোবাইল আটক

সংস্কারের পাহারাদার হিসেবে নির্বাচনে মাঠে নামছে এনসিপি: নাহিদ

Reporter Name
  • Update Time : Tuesday, December 2, 2025
  • 27 Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকেগুরুত্বপূর্ণ মোড় ঘোরানোর মুহূর্তআখ্যা দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, তার দল এবারসংস্কারের পাহারাদারহিসেবে নির্বাচনে অংশ নেবে।

সোমবার রা‌তে বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার হয়ে কারাভোগের পর দেশে ফিরে আসা ২৪ জনকে স্বাগত জানিয়ে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

প্রবাসে আটক থাকা আন্দোলনকারীদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে অভিহিত করে নাহিদ বলেন, ‘সরকারের উচিত ছিল আরও আগে প্রবাসী জুলাই যোদ্ধাদের মুক্তির ব্যবস্থা করা। তাদের মর্যাদা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।’ তিনি বলেন, এসব মুক্তিপ্রাপ্তদের পুনর্বাসন এবং কর্মসংস্থানের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে।

তিনি জানান, এনসিপির দাবির প্রেক্ষিতে প্রবাসীদের পোস্টাল ভোটের সুযোগ সৃষ্টি হচ্ছে, যা দেশের রাজনীতিতে প্রবাসীদের অংশগ্রহণে নতুন সম্ভাবনা তৈরি করবে। ‘প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা জরুরি’– বলেন তিনি।

নাহিদের অভিযোগ, দেশে যে সংস্কার কার্যক্রম জুলাই অভ্যুত্থানের পর শুরু হয়েছিল, তা এখন পরিকল্পিতভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। একটি রাজনৈতিক দল প্রকাশ্যে, আরেকটি দল নেপথ্যে সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে দাবি করেন তিনি।

আসন্ন গণভোট নিয়ে তিনি বলেন, ‘ফ্যাসিস্টদের অনুসারী ছাড়া কেউ জুলাই সনদ বাস্তবায়নে ‘না’-এর পক্ষে থাকার কথা নয়। কিন্তু একটি শক্তি পুরোনো কাঠামো ধরে রাখতে চাইছে, তারা ‘না’-এর পক্ষে প্রচারণায় নামতে পারেএ বিষয়ে সজাগ থাকতে হবে।’

নাহিদ বলেন, দেশের বর্তমান নির্বাচনী রাজনীতি মূল লক্ষ্য থেকে সরে গেছে। তিনি বলেন, ‘নির্বাচন হওয়া উচিত অর্থনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, তরুণদের কর্মসংস্থান, গণতন্ত্র চর্চা, সুশাসন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতি গড়ার প্রশ্নেকিন্তু এখন মুক্তিযুদ্ধ কার্ড আর ধর্মীয় কার্ডএই দুই বিভাজনমূলক রাজনীতিতেই আটকে রাখা হচ্ছে জাতিকে।’

এনসিপিকে ‘নির্ভরযোগ্য রাজনৈতিক শক্তি’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, তার দল জনগণের ত্যাগ ও শহিদদের রক্তের প্রতি দায়বদ্ধ। ‘মূল রাজনৈতিক প্রশ্নে আমরা কোনো আপস করব না,’ বলেন তিনি

তিনি আরও জানান, এবারের নির্বাচন কেবল সরকার পরিবর্তনের নির্বাচন নয়এটি রাষ্ট্র পুনর্গঠনের ভোট। ‘জনগণ বুঝে ভোট দেবে। এবার তারা পথ বদলের সিদ্ধান্ত নেবে,’—যোগ করেন এনসিপি আহ্বায়ক।

এনসিপি যে জুলাই গণ-অভ্যুত্থানকে নিজের কৃতিত্ব দাবি করেএ অভিযোগও নাহিদ নাকচ করেন। তিনি বলেন, ‘এ আন্দোলন ছিল জনগণের, শিক্ষার্থীদের। আমরা কেউ একক নই। বিএনপি-জামায়াতসহ অনেকেই এখন সেই গণতন্ত্রের সুফল ভোগ করছে।’

নাহিদ অভিযোগ করেন, বিভিন্ন সংকটময় মুহূর্তে যুদ্ধাহতদের সহযোগিতা হোক কিংবা প্রবাসে আটক ২৪২৫ পরিবারের প্রতি সহায়তাসব দায়ভারই চাপানো হয় এনসিপির ওপর। কিন্তু সাফল্য এলে সবাই ভাগ বসায়। দায় সব আমাদের কাঁধে, কিন্তু কৃতিত্ব ভাগে নেয় সবাই।

আলোচনায় তিনি জানান, আমিরাত থেকে আটক ২৫ জনের মধ্যে ২৪ জনের মুক্তি নিশ্চিত হয়েছে। পূর্বে ১৮৮ জনকে মুক্ত করা সম্ভব হলেও শেষ দফার প্রবাসীদের মুক্তিতে দীর্ঘ সময় লেগেছে।

নাহিদ বলেন, চট্টগ্রামের মিছিলে প্রবাসে আটক সন্তানদের পরিবারগুলোর আর্তনাদ শুনেছি। আজ তাদের প্রিয়জন ফিরছেএটাই আমাদের শক্তি।

সবশেষে তিনি জানান, জনগণের আকাঙ্ক্ষা পূরণ এবং সংস্কারের জয় নিশ্চিত করতে এনসিপি পূর্ণ প্রস্তুতি নিয়ে নির্বাচনে নামছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com