বিএনপির মিডিয়া সেল অভিযোগ করেছে, কিছু অসাধু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এআই প্রযুক্তি ব্যবহার করে বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিকৃত ছবি ও ভিডিও প্রচার করছে।
দলের পক্ষ থেকে বলা হয়েছে, এসব ভুয়া কনটেন্ট ছড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।
সোমবার (১ ডিসেম্বর) রাতে দেওয়া এ বিবৃতিতে আরও জানানো হয়, এমন ভিত্তিহীন ও মনগড়া অপপ্রচার থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।
যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা প্রচার না করার অনুরোধও জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।