সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বিপিএম এর সাথে সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ নভেম্বর ) বেলা সাড়ে ১১ টায় পুলিশ লাইন্সের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন,‘‘ জনগণ কয়েক বছর ভোট দিতে পারেনি। নাগরিকরা নিরাপত্তার সহিত ভোট দিতে যাবে ও ফিরে আসবেন সেই ব্যবস্থা করা পুলিশের কাজ। কে কাকে ভোট দিবে সেটা পুলিশের বিষয় নয়। আমরা সততা ও অভিজ্ঞতা দিয়ে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার চেষ্টা করবো।
তিনি আরো বলেন, সাংবাদিকরাও পুলিশের মতো কাজ করে। তাই যেকোন ধরনের অপরাধের তথ্য দিতে পুলিশকে সহায়ত করার আহবান জানান নবাগত পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।