January 30, 2026, 12:24 pm
সর্বশেষ সংবাদ:

মোবাইল ফোনের এনইআইআর চালুর তারিখ পেছাল

Reporter Name
  • Update Time : Tuesday, December 16, 2025
  • 104 Time View

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা এনইআইআর চালুর তারিখ পরিবর্তন করেছে সরকার। দেশে অবৈধ পথে বা চোরাই মোবাইল ফোন আনা বন্ধের লক্ষ্যে আজ ১৬ ডিসেম্বর থেকে এ ব্যবস্থা চালু হওয়ার ঘোষণা দিয়েছিল সরকার।

গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানায়, আগামী ১ জানুয়ারি থেকে এনইআইআর চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এর আগে বিটিআরসি বলেছিল, এনইআইআর সিস্টেম চালুর প্রেক্ষাপটে দেশের সব মোবাইল ব্যবসায়ীর আমদানি করা মোবাইলের মধ্যে অবিক্রীতগুলোর আইএমইআই (শনাক্তকরণ নম্বর) ও অন্যান্য তথ্য জমা দেওয়ার সময়সীমা ছিল ১৫ ডিসেম্বর পর্যন্ত। তবে অনেক ব্যবসায়ী এ সময়ের মধ্যে তাদের কাছে থাকা অবিক্রীত মোবাইলের তথ্য জমা দিতে পারেননি।

এই পরিস্থিতিতে ব্যবসায়ীদের সুবিধার কথা বিবেচনা করে এনইআইআর সিস্টেম চালুর তারিখ চলতি বছরের ১৬ ডিসেম্বরের পরিবর্তে আসন্ন ১ জানুয়ারি নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com