নিউজ ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিলে বর্ণিত সময়সূচিতে কিছুটা পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সময় দুদিন কমিয়ে আপিল নিষ্পত্তির সময় দুদিন বাড়ানো হয়েছে।
সম্প্রতি ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত সংশোধিত সময়সূচির প্রজ্ঞাপন জারি হয়। এতে জানানো হয়, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের তারিখ ৫ থেকে ১১ জানুয়ারির পরিবর্তে ৫ থেকে ৯ জানুয়ারি হবে। আপিল নিষ্পত্তির তারিখ ১২ থেকে ১৮ জানুয়ারির পরিবর্তে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত হবে। নির্বাচনের জন্য সময়সূচি ঘোষণাসংবলিত ১১ ডিসেম্বরের বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যার ১৩ হাজার ৩০৫ পৃষ্ঠায় দ্বিতীয় ও তৃতীয় লাইনে উল্লিখিত ‘সংবিধানের ১২৩ অনুচ্ছেদের অধীন’ শব্দ, চিহ্নসমূহ বিলুপ্ত হবে।
গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণ দিয়ে সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের তপশিল ঘোষণা করেন। একই দিন গেজেট আকারে দুই ভোটের সময়সূচির প্রজ্ঞাপন জারি করে ইসি। তপশিল অনুযায়ী আগামী বছরের ১২ ফেব্রুয়ারি একই দিনে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দুই নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।