সুনামগঞ্জের দিরাইয়ে ১১ দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ শিশির মনিরের নির্বাচনী প্রচার গাড়িতে (ক্যারাভ্যান) হামলা ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিরাই উপজেলার ধল রোডের কাদিরপুর গ্রাম সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে। হামলায় গাড়ি চালক তামিম মিয়া (২৩) ও সেলিম মিয়া (৩৮) নামে দুজন আহত হয়েছেন।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ ২ দিরাই শাল্লা আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ শিশির মনির দাড়িপাল্লা প্রতীকের প্রচারের জন্য একটি প্রচার গাড়ি (সুপার কারাভ্যান) প্রতিদিন সন্ধ্যার পর বিভিন্ন এলাকায় এলইডির মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে।
প্রতিদিনের প্রচারের অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ধল বাজারে প্রচারণা চালায়। এসময় ধানের শীষের সমর্থনে একটি মিছিল আসে। মিছিলকারীরা প্রচার গাড়ির কাছে আসলে নানানরকম উত্তেজনাকর শ্লোগান দেয়। একপর্যায়ে প্রচারের সাউন্ড কমিয়ে দেওয়া হয়। কিন্তু মিছিল কারীরা ভয় ভীতি দেখিয়ে প্রচার কাজ বন্ধ করে চলে যেতে বলে।
পরে প্রচারকাজ বন্ধ করে গাড়িটি দিরাই শহরে চলে আসার পথে বরাম হাওরের কাদির পুর সংলগ্ন এলাকায় আসলে পিছন দিক থেকে কয়েকটি মোটরসাইকেল যোগে ১০/১২ জনের একটি গ্রুপ এসে গাড়ীটিতে হামলা ও ভাংচুর চালায়। এসময় প্রচার গাড়ির দায়িত্বে থাকা গাড়ি চালক তামিম মিয়া ও তার সহযোগী সেলিম মিয়া আহত হন।
দিরাই থানা অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী বলেন, হামলার ভাংচুরের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচনী প্রচারের জন্য সুনামগঞ্জ-২ আসনের জামায়াত প্রার্থী মোহাম্মদ শিশির মনির গত সোমবার সুপার কারাভ্যান আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। ঐ দিন থেকে ক্যারাভানের মাধ্যমে দিরাই-শাল্লায় নির্বাচনী প্রচারণা শুরু হয়। নির্বাচনে বৈচিত্র্য আনার জন্য দিরাই-শাল্লার ভোটাররা এটাকে স্বাগত জানিয়েছেন।