January 30, 2026, 5:04 am
সর্বশেষ সংবাদ:

তারেক রহমান সরকার গঠন করলে মুক্ত সাংবাদিকতার সুযোগ পাবে: শাহজাহান

Reporter Name
  • Update Time : Friday, January 30, 2026
  • 6 Time View

কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শাহজাহান চৌধুরী বলেছেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়া সরকারের আমলে সাংবাদিকদের বাক-স্বাধীনতা হরণ করা হয়নি। আমাদের পক্ষে বা বিপক্ষে লেখনির মাধ্যমে সমালোচনা করলে তাতে আমরা শুদ্ধ হওয়ার চেষ্টা করেছি, সাংবাদিকদের নির্যাতন করিনি। ভবিষ্যতে তারেক রহমান বা বিএনপি সরকার গঠিত হলে মুক্ত সাংবাদিকতার জন্য আমরা গণমাধ্যমেকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেব।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের টেকনাফ প্রেস ক্লাব ও কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি  বলেন, জনগণের সেবা নিশ্চিত করতে আমাদের একটি পরিকল্পনা রয়েছে। তার মধ্যে পৌরসভার সীমানা বৃদ্ধি করা, রাস্তা প্রশস্ত করা, পানি সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনে নাফ নদীর পানি পরিশোধন করে জনগণের খাবার উপযোগী করে পানির চাহিদা পূরণ করা।

নাফ নদীর কথা তুলে ধরে তিনি বলেন, আগামীতে বিএনপি সরকার গঠিত হলে নাফ নদী একটি আন্তর্জাতিক নদী হবে। যেখানে দুই দেশের নাগরিকেরা (জেলে) সমান অধিকার নিয়ে মাছ ধরার সুবিধা পাবে। সেখানে আমাদের জেলেরা নাফ নদীতে মাছ শিকার করতে পারছে না। মিয়ানমার প্রান্ত থেকে ছোঁড়া গুলিতে বারবার আমাদের দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সাংবাদিক আশিক উল্লাহ ফারুকির কুরআন তেলাওয়াতের মাধ্যমে টেকনাফ প্রেস ক্লাবের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও প্রেস ক্লাব সদস্য নাছির উদ্দীন রাজের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিক, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন। অতিথি ছিলেন- পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, জেলা যুবদলের সহ-সভাপতি জাহেদ মাহমুদ, জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুর শুক্কুর, পৌর শ্রমিক দলের সভাপতি মো. রশিদ, টেকনাফ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দু শরিফসহ অনেকে।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন- প্রেস ক্লাবের সদস্য সচিব সাইফুল ইসলাম সাইফি, সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক নুরুল করিম রাসেল, সদস্য গিয়াস উদ্দিন ভুলু, আব্দুস সালাম, আমান উল্লাহ কবির।

উপস্থিত ছিলেন- প্রেস ক্লাব সদস্য জিয়াবুল হক, মাওলানা জুবায়ের, ফরহাদ আমিন, হাবিবুল ইসলাম হাবিব, আব্দুর রহমান, এমএ হাসান, ইব্রাহিম মাহমুদ, নুর আলম, হাবিবুর রহমান, কায়সার জুয়েল, মিজানুর রহমান, জসিম উদ্দিন ইমন, আলমগীর হোসেন, ওয়াজেদ, মো. সোহেল, তোফায়েল আহমেদ, নুরুল আলমসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com