October 13, 2025
16333_Untitled-2 copy

বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস, নিউইয়র্ক ইনকের নির্বাচন আগামী ২৭ এপ্রিল রোববার অনুষ্ঠিত হবে। সংগঠনের নির্বাচন কমিশন জানিয়েছে, কমিশনের অস্থায়ী কার্যালয় ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকার নিরব রেস্টুরেন্টে থেকে সকল নির্বাচনী কার্যক্রম পরিচালিত হবে।
সম্প্রতি নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ১০ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত মনোনয়ন পত্র বিতরণ, ২০ এপ্রিল রোববার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল, ২১ এপ্রিল সোমবার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহার এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনে ভোট গ্রহণের তারিখ ২৭ এপ্রিল রোববার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত।
নির্বাচনী কমিশন কর্তৃক সংগঠনের নির্বাহী কমিটির ২৫ সদস্যের মধ্যে সভাপতি পদে মনোনয়ন পত্র ফি ২০০ ডলার, সহ সভাপতি পদে মনোনয়ন পত্র ফি ১০০ ডলার, সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র ফি ১৫০ ডলার, সহ সাধারণ সম্পাদক-কোষাধ্যক্ষ পদে মনোনয়ন পত্র ফি ৭৫ ডলার, সকল সম্পাদকীয় পদে মনোনয়ন পত্র ফি ৫০ ডলার এবং নির্বাহী সদস্য পদে মনোনয়ন পত্র ফি ৪০ ডলার নির্ধারন করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, সংগঠনের সদস্যরা কেবলমাত্র এ নির্বাচনে অংশ নিতে পারবেন। নির্বাচনী পরিচালনায় কমিশন সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *