
প্রায় পাঁচ বছরের মধ্যে প্রথম ভোক্তা মূল্য কমার বিষয়টি বৃহস্পতিবার জানায় লেবার ডিপার্টমেন্ট, যা শুল্ক বৃদ্ধির কারণে উচ্চ মন্দার শঙ্কায় চাহিদা কমে আসার লক্ষণ। এমন পরিস্থিতিতে অর্থবাজারগুলো পূর্বাভাস দিচ্ছে যে, চলতি বছর সুদহার ১০০ বেসিস পয়েন্ট কমাতে পারে ফেডারেল রিজার্ভ। গ্যাসোলিন ও ব্যবহৃত মোটরযানের স্বল্প দামের মধ্যে অ্যামেরিকায় মার্চে অপ্রত্যাশিতভাবে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) কমেছে বলে জানিয়েছে রয়টার্স।
বার্তা সংস্থাটি বৃহস্পতিবার প্রতিবেদনে জানায়, মার্চে সিপিআই কমলেও প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আমদানীকৃত চীনা পণ্যের ওপর শুল্ক বৃদ্ধি জোরদার করায় মূল্যস্ফীতি স্থিতিশীল থাকার সম্ভাবনা কম।
প্রায় পাঁচ বছরের মধ্যে প্রথম ভোক্তা মূল্য কমার বিষয়টি বৃহস্পতিবার জানায় লেবার ডিপার্টমেন্ট, যা শুল্ক বৃদ্ধির কারণে উচ্চ মন্দার শঙ্কায় চাহিদা কমে আসার লক্ষণ। এমন পরিস্থিতিতে অর্থবাজারগুলো পূর্বাভাস দিচ্ছে যে, চলতি বছর সুদহার ১০০ বেসিস পয়েন্ট কমাতে পারে ফেডারেল রিজার্ভ।
বিমানের টিকিটের পাশাপাশি হোটেল-মোটেলের কক্ষের ভাড়া কমেছে উল্লেখ করে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এটি ব্যবসা প্রতিষ্ঠান ও ভোক্তাদের মানসিকতায় নেতিবাচক প্রভাবের মধ্যে নিত্যপ্রয়োজনীয় নয়, এমন খাতে ব্যয় কমার ইঙ্গিত।
অ্যামেরিকার এয়ারলাইনসের নির্বাহীরা করপোরেট পর্যায়ে চাহিদা কমে আসার দিকে ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে কিছু অর্থনীতিবিদ মনে করছেন, শুল্ক বৃদ্ধিজনিত কারণে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে পারে চাহিদার ঘাটতি।
লেবার ডিপার্টমেন্টের ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিকস জানায়, গত মাসে সিপিআই কমেছে ০.১ শতাংশ। এর মধ্য দিয়ে ২০২০ সালের মে মাসের পর প্রথম কমল সিপিআই। এর আগে ফেব্রুয়ারিতে সিপিআই বেড়েছিল ০.২ শতাংশ।