October 13, 2025
31588

ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছানোর কারণে ঘুমের অপর্যাপ্ততা, হার্ট অ্যাটাক ও স্ট্রোকসহ মানবদেহে নানা জটিলতা দেখা দিতে পারে বলে জানান চিকিৎসকরা। ডে লাইট সেভিংস স্থায়ীভাবে বন্ধ করার বিষয়টি বিবেচনা করছেন দ্বিদলীয় আইনপ্রণেতারা। বিষয়টি নিয়ে বিভিন্ন অংশীদারদের সঙ্গে আলোচনায় বসে সেনেট কমার্স কমিটি।

সেনেট কমিটির শুনানিতে ডে লাইট সেভিংস টাইম স্থায়ীভাবে বন্ধ করার বিষয়ে সমর্থন জানান সেনেটররা। একে অপ্রয়োজনীয় এবং সময় উপযোগী নয় বলে উল্লেখ করেন ফ্লোরিডার রিপাবলিকান সেনেটর রিক স্কট। এদিকে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছানোর কারণে ঘুমের অপর্যাপ্ততা, হার্ট অ্যাটাক ও স্ট্রোকসহ মানবদেহে নানা জটিলতা দেখা দিতে পারে বলে জানান চিকিৎসকরা।

ডে লাইট সেভিংসকে ঘিরে প্রতি বছর দুইবার সময় পরিবর্তন করা হয়। মার্চে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছানো হলেও নভেম্বরে গিয়ে তা আবার আগের জায়গায় নিয়ে যাওয়া হয়। এ নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আইনপ্রণেতারা রীতিমতো এর সমালোচনা করছেন।

অন্যদিকে চিকিৎসকদের ভাষ্য, ডে লাইট সেভিংসের কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। প্রাকৃতিকভাবে প্রচলিত যে সময় নির্ধারণ করা আছে, তা না মানার কারণে ঘুমের ব্যাঘাতসহ মানবদেহে নানা রোগ দেখা দেয় বলে জানান অ্যামেরিকান একাডেমি অব স্লিপ মেডিসিন মেম্বার ক্যারিন জনসন।

বছরে দুইবার সময় পরিবর্তনের কারণে সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরাও। তারা স্থায়ী একটি ডে লাইট সেভিংস চান বলে জানান ন্যাশনাল গলফ কোর্স ওনার্স অ্যাসোসিয়েশনের সিইও জে ক্যারেন। গবেষণায় দেখা যায়, প্রতি বছর ঘড়ির কাঁটা দুইবার পরিবর্তন করা একেবারেই অপ্রয়োজনীয় এবং সেকেলে একটি পদ্ধতি। এক ঘণ্টা পেছানোর কারণে ঘুমের অপর্যাপ্ততা, হার্ট অ্যাটাক ও স্ট্রোকসহ দেখা দেয় গাড়ি দুর্ঘটনাও।

ডে লাইট সেভিংস টাইম বন্ধ হলে এসব সমস্যা থেকে মুক্তি পাবে বলে আশাবাদী সাধারণ লোকজন। এ নিয়ে বৃহস্পতিবার আলোচনায় বসে সেনেট কমার্স কমিটি। ওই সময় ডে লাইট সেভিংস টাইম স্থায়ীভাবে বন্ধ করার বিষয়ে সমর্থন জানান সেনেটররা। একে অপ্রয়োজনীয় এবং সেকেলে বলে উল্লেখ করেন ফ্লোরিডার সেনেটর রিক স্কট।

এ ছাড়া ডে লাইট সেভিংসের কারণে বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির কথা তুলে ধরেন লক দ্য ক্লক মুভমেন্টের প্রতিষ্ঠাতা স্কট ইয়েটস। প্রেসিডেন্ট ট্রাম্পও ডে লাইট সেভিংস টাইম বন্ধের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, এটি অপ্রয়োজনীয় ও ব্যয়হুল। তবে অনেকে আবার ডে লাইট সেভিংসের পক্ষে অবস্থান নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *