October 13, 2025
ee

ভারতের কোলকাতা থেকে পৃথিবীর বিভিন্ন দেশে ইলিশ পাচার করা হয়। বেশি দামে কিনে কম দামে রপ্তানি তাই পাঠানো বন্ধ বলে দাবি করা হলেও খোঁজ নিয়ে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। ভারত হয়ে তৃতীয় দেশে ইলিশ পাচার হচ্ছে।

 

জানা যায়, বাংলাদেশ থেকে বেশি দামে কিনে কম দামে ভারতে রপ্তানি করা হয়। সেখান থেকে গোপনে তৃতীয় দেশে পাচার করে কয়েকগুণ লাভ করে সিন্ডিকেট। ভারতে রপ্তানি হওয়া ইলিশ কলকাতাসহ দেশটির বাজারে বিক্রি হয় সামান্যই।

বহু বছর ধরে চলছে ভারতকে ট্রানজিট বানিয়ে ইলিশ পাচার

২০০৭ সাল থেকে বন্ধ বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি। তারপরও বছরে একবার পূজার সময় ইলিশ পাঠানো হয় ভারতে। যেখানে রপ্তানি মূল্য ১ হাজার ৫২৫ সেখানে ২ হাজার-২২শ টাকা খরচ করে কিভাবে যাচ্ছে ইলিশ তাই নিয়ে ওঠে প্রশ্ন। এর উত্তর খুঁজতে গিয়েই মেলে ভারতকে ট্রানজিট বানিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ইলিশ পাচারের কাহিনি।

কলকাতার একাধিক মাছ ব্যবসায়ী জানান, ‘বহু বছর ধরেই চলছে এভাবে বাংলাদেশি ইলিশ পাচার। বছরজুড়ে চোরাইপথে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আসে ইলিশ। সেই ইলিশ হিমায়িত করে পুনরায় বিভিন্ন দেশে রপ্তানি হয় ভারত থেকে। কলকাতার কয়েকজন সংবাদকর্মী যুগান্তরকে বলেন, ‘বাংলাদেশ থেকে কেজি ১৯শ থেকে ২ হাজার টাকায় কিনে ভারতে পাঠাতে মোট ব্যয় দাঁড়ায় ২১শ থেকে ২২শ টাকা। ডলারে যার মূল্যমান ২০ থেকে ২১ ডলার। খালি চোখে দেখা লোকসান ৫-৬শ টাকা। তবে পশ্চিমবঙ্গ থেকে সেই ইলিশ বিভিন্ন দেশে পুনঃরপ্তানি হয় কেজিপ্রতি ৪০-৪৫ ডলারে। অর্থাৎ প্রতি কেজিতে লাভ দাঁড়ায় ২০ থেকে ২৪ ডলার বা ২ হাজার ৮০০ টাকা পর্যন্ত। পুরো প্রক্রিয়ায় সহায়তা করে পশ্চিমবঙ্গের কিছু অসাধু ব্যবসায়ী। বাংলাদেশের অন্তত চারজন রপ্তানিকারকের গদি/আড়ত আছে কলকাতার হাওড়াসহ বিভিন্ন বাজারে।

এদের একজন নীরব হোসেন টুটুলের শ্বশুরবাড়ি কলকাতার বশিরহাটে। ৪টি লাইসেন্সে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছেন তিনি। আরও দুই রপ্তানিকারক সেভেন স্টার ফিশ প্রসেসিং করপোরেশন ও কেবিসিসহ টুটুলের আড়ত আছে হাওড়া বাজারে। বশিরহাট, বারাসাত ও হাওড়ায় রয়েছে এদের ফ্ল্যাটসহ মাছ ব্যবসার স্থাপনা। টুটুলের শ্বশুরবাড়ির পাশাপাশি অন্যরাও এখানে (পশ্চিমবঙ্গে) করেছেন আত্মীয়স্বজন। কলকাতার কয়েকজন ব্যবসায়ী নেতার সহায়তায় সেই আত্মীয়স্বজনের নামে করা হয়েছে ভারতীয় রপ্তানিকারকের লাইসেন্স। ওইসব লাইসেন্সেই ভারতকে ট্রানজিট বানিয়ে বিভিন্ন দেশে পাচার হয় বাংলাদেশের ইলিশ। রপ্তানির নামে বাংলাদেশ থেকে যে ইলিশ যায় তার সামান্যই নামে কলকাতার বাজারে। বাকিটা রাখা হয় পাচারের টার্গেটে।’

এ বিষয়ে কথা বলতে তানিসা এন্টারপ্রাইজের মালিক নীরব হোসেন টুটুলের ফোনে যোগাযোগ করেও তার সাড়া পাওয়া যায়নি। কেবিসি ও সেভেন স্টার মালিকদের ফোন দেওয়া হলেও তারা রিসিভ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *