October 13, 2025
68d79ec8c08eb

যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) বাংলাদেশি বংশোদ্ভূত কর্মকর্তা দিদারুল ইসলামসহ চারজনকে হত্যাকারী শেন ট্যামুরা জটিল মস্তিষ্কজনিত রোগ ক্রনিক ট্রম্যাটিক এনসেফেলোপ্যাথি (সিটিই)-তে আক্রান্ত ছিলেন। নিউইয়র্ক সিটি অফিস অব দ্য চিফ মেডিক্যাল এক্সামিনারের বরাতে শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদন অনুযায়ী, সাবেক ন্যাশনাল ফুটবল লিগ (এনএফএল) খেলোয়াড় ট্যামুরা গত ২৮ জুলাই ম্যানহাটনের একটি বহুতল ভবনে এলোপাতাড়ি গুলি চালান। এ সময় বাংলাদেশি অভিবাসী এনওয়াইপিডির সদস্য দিদারুল ইসলাম, ভবনের নিরাপত্তারক্ষী অ্যালান্ড এটিয়েন এবং দুই নারী জুলিয়া হাইমেন ও রুডিন নিহত হন। পরে ট্যামুরা আত্মহত্যা করেন।

হামলার দিন তার পকেট থেকে তিন পৃষ্ঠার একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। সেখানে লেখা ছিল, তার মস্তিষ্কে গুরুতর আঘাত রয়েছে এবং এর জন্য এনএফএলকে দায়ী করেন তিনি। চিরকুটে ট্যামুরা লিখেছিলেন, ‘খেলোয়াড়দের মস্তিষ্কের ক্ষতি গোপন করে তারা শুধু মুনাফা করছে। আমার মস্তিষ্ক সম্পর্কে জানার চেষ্টা করো। আমি দুঃখিত।’

চিরকুটের ভিত্তিতে ময়নাতদন্তকারীরা তার মস্তিষ্ক পরীক্ষা করেন। টিস্যু বিশ্লেষণে সিটিই-এর স্পষ্ট লক্ষণ পাওয়া যায়।

তদন্ত কর্মকর্তারা জানান, মূলত এনএফএলের সদর দপ্তরে হামলা চালানোর পরিকল্পনা ছিল ট্যামুরার। তবে ভুল লিফটে ওঠার কারণে তিনি সরাসরি সেখানে যেতে পারেননি এবং অন্য ভবনে এলোপাতাড়ি গুলি চালান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *